বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi: উঁকি দিচ্ছে ফোলা পেট! ‘আমি.. প্রেগন্যান্ট’, জানালেন উরফি, সন্তানের বাবা কে?

Uorfi: উঁকি দিচ্ছে ফোলা পেট! ‘আমি.. প্রেগন্যান্ট’, জানালেন উরফি, সন্তানের বাবা কে?

উরফি জাভেদ

Uorfi: বিয়ে ছাড়াই মা হতে চলেছেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন, ‘আমি সেমি-প্রেগন্যান্ট’। কেসটা কী?

মা হতে চলেছেন উরফি জাভেদ? উন্মুক্ত পোশাকে নায়িকার বেবি বাম্প উঁকি দিচ্ছে, এমন কানাঘুষো নেটমাধ্যমে শুরু হতে বোমা ফাটালেন উরফি। নিজেই ঘোষণা করলেন তিনি ‘প্রেগন্যান্ট’। খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে হামেশাই চর্চায় থাকেন উরফি। তবে এবার কি বিয়ের আগেই মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই ইন্টারনেট সেনসেশন?

জল্পনার সূত্রপাত উরফির রবিবাসরীয় পোস্টকে ঘিরে। সাদা বিকিনিতে উরফি, চারপাশে মোটা সুতো আর তার দিয়ে নিজেকে ঘিরেছেন অভিনেত্রী। তবে বোল্ড অবতারের পাশাপাশি এই ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হয় অন্য কারণে। উরফির টোনড বডি সকলেই দেখেছে, তবে এই পোস্টে উরফির খোলা পেট বেশ স্ফীত দেখাচ্ছিল। যা দেখে অনেকেই লেখেন, ‘এ কী দেখলাম! উরফি প্রেগন্যান্ট নাকি?’ কয়েকজন তো রীতিমতো ঘোষণাই করে দেন, ‘নির্ঘাত মা হতে চলেছে উরফি’।

সত্যিটা কী অবশেষে খোলসা করলেন উরফি নিজে। তবে সোজা কথার মানুষ মোটেই নন উরফি। তাই তো নেটিজেনদের মোক্ষম জবাব দিতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফোলা পেটের ছবি আপলোড করেন নায়িকা। সঙ্গে লেখেন, ‘আজকাল সমান পেট মিথ হয়ে গিয়েছে। ফলে একটু চর্বি থাকলে খুব বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই।’ এরপর উরফি আরও বিস্ফোরক। লেখেন, ‘আমার পিরিয়ড শুরুর প্রথম দিনে শ্যুটটা করেছি। ফলে একটু ব্লোটেড ছিলাম। তাই সেমি-প্রেগন্যান্ট লাগছে আমাকে।’

<p>উরফির সাফাই</p>

উরফির সাফাই

বর্তমানে উরফির রিলেশনশিপ স্টেটাস সিঙ্গল। তবে একটা সময় প্রেম করেছেন চুটিয়ে। অভিনেতা পরশ কালনাওয়াতের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে বেশিদূর এগোয়নি সেই সম্পর্ক। উরফিকে নিয়ে সমালোচনা যতই থাকুক সংবাদ শিরোনামে কী করে থাকতে হয় তা ভালোভাবেই জানেন উরফি জাভেদ।

দু-দিন আগে কালো রঙা সালোয়ার স্য়ুটে গোটা শরীর ঢেকে গুরুদ্বারে হাজির হয়েছিলেন উরফি। পাপারাৎজিদের মধ্যে প্রসাদও বিতরণ করেন তিনি। আলটপকা মন্তব্যে ওস্তাদ উরফিকে ‘পাঠান’-এর রিভিউ দিতে বললে বেফাঁস কথা বলে বসেন তিনি। জানান, ‘আমি শাহরুখ খানের দ্বিতীয় স্ত্রী হতে চাই, বিয়ে করবেন উনি?’

আসলে বিতর্ক আর উরফি- এখন মুদ্রার এপিঠ ওপিঠ। তবে মুম্বইয়ের পাপারাৎজিরা হামেশাই দৌড়াচ্ছেন উরফির পিছনে। কারণ সোশ্যাল মিডিয়া সেনসেশন তিনি। নির্লজ্জ পোশাকে উরফিকে দেখে মাঝেমধ্যেই ক্ষোভ উগরে দেন নেটদুনিয়ার বাসিন্দারা। তবে উরফির প্রশংসকের সংখ্যাও কম নয়। সদ্যই হানি সিং উরফির প্রশংসা করে বলেছেন, ‘ওই বাচ্চাটার থেকে সবার কিছু শেখা উচিত’। বিগ বস ওটিটি থেকে লাইমলাইটে আসা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করেছেন ২০২২ জুড়ে, নতুন বছরেও সেই ট্রেন্ড বজায় রেখেছেন উরফি।

 

বন্ধ করুন