ইমন চক্রবর্তী বরাবরই নির্ভীক, স্পষ্টবক্তা। তিনি কখনই তাঁর মনের কথা লুকিয়ে রাখতে পছন্দ করেন না। যা মনে হয় সেটা খোলাখুলি ভাবেই জানান। প্রতিবাদ করতেও পিছপা হন না। এদিনও একই ভাবে তিনি ট্রোলারদের উত্তর দিলেন।
ট্রোলারদের উত্তর দিয়ে কী বললেন ইমন?
ইমন চক্রবর্তী এদিন এসভিএফ স্টোরির অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই তাঁর পোস্টে আসা বিভিন্ন মন্তব্য বলা ভালো ট্রোল নিয়ে প্রশ্ন করা হয়। আর তার যোগ্য জবাবও দেন তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর গায়িকা।
আরও পড়ুন: সিনেমায় মন দিতে রাজনীতিকে বিদায়? লোকসভা নির্বাচনের ঠিক আগেই ৩ পদ থেকে ইস্তফা দেবের
আরও পড়ুন: 'প্রতি সোমবার আমরা একসঙ্গেই...' বিচ্ছেদ হলেও তিনি এবং আমির একই পরিবারের অংশ! দাবি কিরণের
ইমন চক্রবর্তী কোনও একটি পোস্টে মেকআপ করার সময় পা তুলে ছবি তুলে সেটা পোস্ট করেছিলেন। সেখানে তাঁর পা মেকআপ আর্টিস্টের দিকে ছিল। সেটা দেখে এক নেটিজেন গায়িকার উদ্দেশ্যে লেখেন, 'বয়স্ক মানুষটার সামনে পা তুলে বসে আছেন। পাটা সরিয়ে রাখুন। কী যে ভাবেন নিজেকে কী জানি। মেকআপ তো করবেন মুখে, তাহলে ওভাবে ওঁর দিকে পা তুলে রাখার মানে কী?' এটার উত্তরে ইমন বলেন, 'এমা, জানেন না আমার অনেক টাকা। আমি অনেক বড়লোক। ভেরি বড়লোক, ইউ নো? তাই আমি পায়েও মেকআপ করাব। ওই জন্যই তো ওভাবে বসেছি।'
এরপর সেই পোস্টে করা আরেক ট্রোলেরও উত্তর দেন গায়িকা। সেখানে সেই কমেন্টে লেখা হয়, 'ইমন দির অবস্থা অতলে গিয়ে ঠেকেছে।' এটা শুনে হেসে গড়িয়ে পড়েন তিনি। তারপর গম্ভীর হয়ে বলেন, 'আপনি শুনুন আপনি আমার তল খুঁজে পাবেন না। আমি খুব গভীর জলের মাছ, বুঝতে পেরেছেন? একদম হেব্বি গভীর জলের। যেটা দেখছেন আমি সেটা একেবারেই নই বুঝতে পেরেছেন?'
আরও পড়ুন: মেয়েকে নিয়ে জন্মদিন পালন হাসিনের, এদিকে অন্য বার্থ ডে পার্টিতে মজে শামি!
কে কী বলছেন?
ইমন চক্রবর্তীর এই উত্তর শুনে ভারী মজা পেয়েছেন সকলে। অভিনেত্রী দেবলীনা কুমার এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'ইমন চক্রবর্তী তুমি তো পুরো আগুন!' এক ব্যক্তি লেখেন, 'ইমন দির মতো খুব কম মানুষ আছে যিনি এত স্পষ্ট করে মনের কথা বলে দিতে পারেন। যা বলার সোজাসুজি বলেন।' কেউ আবার লেখেন, 'উনি দারুণ উত্তর দেন। একবার একটা অনুষ্ঠানে কিছু ছেলেকে পুরো ধুয়ে রেখে দিয়েছিলেন।'