৮ মে। এই বছরের এই দিনটি যেন অনেক ভাবেই ভীষণ গুরুত্বপূর্ণ। আর হবে নাই বা কেন। একদিকে যেমন আজকের দিনটা রবির দিন, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী। তেমনই অন্যদিকে এবার এই বিশেষ দিনেই প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। আলিপুরদুয়ারের এক ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন যে সেই কথাও সকলে জেনে গিয়েছেন। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ দিনে নিজের মনের কথা জানিয়ে কী লিখলেন ইমন চক্রবর্তী?
আরও পড়ুন: মাটির মানুষ অরিজিৎকে প্রথম দেখেই ভয় পেয়েছিলেন ইমন? বললেন, 'মনে হচ্ছিল যেন...'
আরও পড়ুন: 'অনেক অপমানিত হয়েছি...' জাতীয় পুরস্কার পাওয়ার পরও ইমনের কপালে জোটে ‘গাঁইয়া’র তকমা! কেন?
রবীন্দ্র জয়ন্তী এবং উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে ইমনের মত
রবীন্দ্রনাথ ঠাকুর সকল পরিস্থিতির জন্যই গান লিখে গিয়েছেন। কিন্তু এই আজকের পরিস্থিতি নিয়ে তিনি কি কোনও গান লিখে রেখে গিয়েছেন? মানে রেজাল্টের আগে ছাত্রদের মনের অবস্থা নিয়ে কি কোনও গান লিখেছেন রবি ঠাকুর? এই বিষয়ে ইমন চক্রবর্তী টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এমন পরিস্থিতি নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন। রেজাল্ট বেরোনোর আগে সব ছাত্র ছাত্রীদের মনেই একটি গানই বাজবে আজকে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা...।'
আরও পড়ুন: 'ও বাবার মতো আগলে রাখে...' শোভন না নীলাঞ্জন - সঙ্গী হিসেবে কে পারফেক্ট? বোঝালেন ইমন
এবারের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে ইমন জানিয়েছেন, 'আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ভীষণই মেধাবী। আমি জানি ওরা সকলেই খুব ভালো ফল করবে।'
প্রসঙ্গত ইমন চক্রবর্তী কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে উচ্চমাধ্যমিক দিয়েছিলেন। তারপর তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত, পরিস্থিতির সঙ্গে রবি ঠাকুর জড়িয়ে। প্রাক্তন ছবির তুমি যাকে ভালবাসো গানের হাত ধরে তাঁর আত্মপ্রকাশ। ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়েছেন। পেয়েছেন তুমুল খ্যাতি।