শ্যুটিং সেটে ক্লিভেজ শো-অফ করা যাবে না। বুক ঢেকে তবেই ঢুকতে হবে ফ্লোরে, সলমন খানের ছবির সেটে নাকি এটাই নিয়ম। এমন বেঁফাস মন্তব্য করে বিপাকে পলক তিওয়ারি। এখনও বলিউডে পা রাখেননি এই স্টারকিড, তার আগেই জড়ালেন বিতর্কে। সলমন খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে অভিনয় করেছেন পলক। সম্প্রতি সমনের সেটের ‘কড়া নিয়ম’ ফাঁস করে বিতর্কের ঝড় তোলা পলক এবার সাফাই গাইলেন। তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে, দাবি শ্বেতা তিওয়ারি কন্যার।
এক বিবৃতিতে পলক জানান, ‘গোটা বিষয়টা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে নবাগতা হিসাবে আমি নিজের জন্য কিছু গাইডলাইন বা নিয়ম তৈরি করেছিলাম যে আমার চেয়ে যাঁরা সিনিয়র তাঁদের সামনে কী ধরণের পোশাক পরব। আমি সলমন খানকে আদর্শ মেনে বড় হয়েছি।’
অভিনয়ে হাতেখড়ির আগে সহ পরিচালক হিসাবে কাজ করেছেন পলক তিওয়ারি। ২০২১-এ মুক্তি পাওয়া সলমন অভিনীত ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-এ পরিচালক মহেশ মাঞ্জরেকরের সহকারী ছিলেন পলক। সেখানে কাজ করার সময়ই শ্যুটিংয়ে সলমনের সঙ্গে কাজ করার নিয়ম নীতির সঙ্গে পরিচয় হয়েছিল পলকের। সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।
পলককে বলতে শোনা গিয়েছিল, ‘সলমন স্যারের সেটে কাজ করার একটা নিয়ম আছে, সেটা আমি অন্তিমে সহ পরিচালক হিসাবে কাজ করার সময়ই বুঝেছিলাম। সলমনের সেটে সব মেয়েকেই ভালো মেয়ের মতো থাকতে হয়। সলমনের সেটে বুক ঢাকা পোশাক পরার নিয়ম জারি থাকে। আমি যখন শার্ট ও জগার্স পরে সেটে যাচ্ছিলাম, তখন মা আমায় দেখে জিগ্গেস করেন, কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম, সলমন স্যারের সেটে যাচ্ছি। মা তখন বললেন, বাহ খুব ভালো।’
সলমনের সেটে শুধু মেয়েদের জন্যই কেন এমন নিয়ম? জানতে চাওয়া হলে পলক তিওয়ারি জানিয়েছিলেন, ‘সলমন স্যার একটু পুরোনোপন্থী। যে যেটা চান পরতেই পারেন, তবে তাঁর মেয়েরা যেন সবসময় সুরক্ষিত থাকেন এটা উনি নিশ্চিত করেন। ছবির সেট তো ব্যক্তিগত পরিসর নয়, সেখানে আশেপাশে সমস্ত পুরুষরা তো সবাইকে ব্যক্তিগত ভাবে চেনেন না, তাঁদের কাছে যেন মেয়েরা সুরক্ষিত থাকেন সেইজন্য়ই।’
সলমন খানকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানোর দিন কয়েকের মধ্য়েই সাফাই দিলেন পলক। সোশ্যাল মিডিয়ায় বহু আগে থেকেই ঝড় তোলেন ‘কসৌটি জিন্দেগি কী’ খ্যাত শ্বেতা তিওয়ারির মেয়ে। পলকের বোল্ড অবতারের চর্চা সর্বত্র। সইফ পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও সংবাদ শিরোনামে থেকেছেন পলক। হার্ডি সান্ধুর ‘বিজলি বিজলি’ গানে তাঁর মোহময়ী অবতারে মুগ্ধ হয়েছে সকলেই।