বাংলা নিউজ > বায়োস্কোপ > Janhvi Kapoor buys Bandra duplex: মার্কেট গরম বলি নায়িকার, বান্দ্রায় ৬৫ কোটির বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন জাহ্নবী

Janhvi Kapoor buys Bandra duplex: মার্কেট গরম বলি নায়িকার, বান্দ্রায় ৬৫ কোটির বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন জাহ্নবী

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী

Janhvi Kapoor: মুম্বইয়ের বান্দ্রার মতো বিলাসবহুল জায়গায় ৬৫ কোটি দিয়ে বিলাসবহুল ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী, তাঁর বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুর। এই নিয়ে বিগত দু'বছর তৃতীয় বার রিয়েল এস্টেট ডিল করলেন অভিনেত্রী। অক্টোবরের ১২ তারিখে এই সম্পত্তির রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও বনি।

বলিউড তারকারা অনেকেই রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তেমনি বলিউডের রিয়েল-এস্টেট লেনদেন সবসময়ই শিরোনামে থাকে। সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘মিলি’। এরই মধ্যে খবর, মুম্বইয়ের বান্দ্রার মতো বিলাসবহুল জায়গায় ৬৫ কোটি দিয়ে বিলাসবহুল ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী, তাঁর বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুর।

ছোট থেকেই বলিউডের সঙ্গে যোগ রয়েছেন জাহ্নবীর। পরিবারের সকলেই প্রায় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। মা সুপারস্টার শ্রীদেবী এবং বাবা প্রযোজক বনি কাপুর। তাই জাহ্নবীর বলিউডে পা রাখার বিষয়টা অবাক হওয়ার মতো কিছু নয়। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। এরপর বড় পর্দায় এবং ওটিটিতে একাধিক কাজ করেছেন। গুঞ্জন সাক্সেনা ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

আরও পড়ুন: লুক, ভ্রু-র আকৃতি সহ বিভিন্ন কারণে একসময় নায়কের রোলে প্রত্যাখ্য়ান হন রাজকুমার

শোনা যাচ্ছে বান্দ্রায় ৬৫ কোটির বিলাসবহুল ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী। ৮৬৬৯ স্কোয়ার ফুটের এই ডুপ্লেস কোনও বিলাসবহুল বাড়ির থেকে কম নয়। এই নিয়ে বিগত দু'বছর তৃতীয় বার রিয়েল এস্টেট ডিল করলেন অভিনেত্রী। অক্টোবরের ১২ তারিখে এই সম্পত্তির রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও তাঁর বাবা বনি। স্ট্যাম্প ডিউটি ​​হিসাবে ৩.৯০ কোটি টাকা দিয়েছিলেন।

বান্দ্রা হল মুম্বইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা। এখানেই বলিউডের অধিকাংশ তারকার বসবাস। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এবার নাম জুড়ল জাহ্নবীর।

প্রসঙ্গত, গত জুলাই মাসে জুহুতে নিজের বিলাসবহুল ট্রিপ্লেক্স ফ্ল্যাট অভিনেতা রাজকুমার রাওয়ের কাছে বিক্রি করেন জাহ্নবী। ২০২০ সালে ৩৯ কোটি টাকা দিয়ে জুহুতে এই ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনেছিলেন তিনি। এটি জুহুর আরায়া বিল্ডিংয়ের ১৪, ১৫ এবং ১৬ তলায় রয়েছে সেই ফ্ল্যাট। অ্যাপার্টমেন্টটি JVPD স্কিমের মধ্যে হাটকেশ সোসাইটিতে অবস্থিত। এরপরই সদ্য অভিনেত্রীর এই নতুন ডুপ্লেক্স কেনার খবর আসে। 

বন্ধ করুন