কমল হাসান এবং মনিরত্নম ভক্তদের জন্য বড় খবর। প্রায় ৩৫ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি। নিঃসন্দেহে সিনেমা প্রেমীদের জন্য এটা একটা বড় খবর। ৬৮-তম জন্মদিনের আগে আগেই নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন কমল। হাসান ও রত্নমের যৌথ প্রযোজনায় আসছে এই তামিল ছবি। আর সঙ্গীত রচনার দায়িত্বে এ আর রহমান।
রবিবার সন্ধায় টুইট করে কমল জানিয়েছেন, ‘আবার আমরা একসঙ্গে চলার জন্য প্রস্তুত।’ ছবির নাম এখনও নির্মাতাদের তরফে জানানো হয়নি। তবে ‘KH 234’ নামই নাকি আপতত ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ফিরল ‘পদ্মাবত’, ‘বাজিরাও মস্তানি’র স্মৃতি, রয়্যাল লুকে ফের বাজিমাত করলেন দীপিকা
কমল এবং মনিরত্নমের জুটি ফিরছে শুনে নেটিজেনের মন্তব্য, 'অপ্রত্যাশিত ঘোষণা'। কারও মন্তব্য, ‘দুই কিংবদন্তির পুনর্মিলন।’ কেউ লিখেছেন, ‘অপ্রত্যাশিত। দুই কিংবদন্তি ৩৫ বছর পর একসঙ্গে ফিরেছেন।’
৩৫ বছর আগে ‘নয়াকন’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন কমল হাসান এবং মনি রত্নম। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। মুম্বইয়ে একজন তামিল গ্যাংস্টারের উত্থানের গল্প উঠে এসেছিল ছবিতে। মণি রত্নম এবং কমল হাসান উভয়েই সাম্প্রতিক রিলিজ, যথাক্রমে ‘পোন্নিয়ান সেলভান’ ১ এবং 'বিক্রম' ব্যাপট হিট হয়েছে।