তিন বছর আগে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেইসময় কাঞ্চন-শ্রীময়ী নিজেদের সম্পর্ককে ‘দাদা-বোনের মতো’ বলেছিলেন। সময়ের সাথে বদলেছে সম্পর্কের সমীকরণ! দাদা-বোন থেকে এখন স্বামী-স্ত্রী কাঞ্চন-শ্রীময়ী। চলতি বছরের ১০ই জানুয়ারি কাঞ্চন ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্স চূড়ান্ত হয়েছে। আরও পড়ুন-‘এই বয়সে ডিভোর্সি হয়ে কেমন লাগছে?’ বিচ্ছেদ নিয়ে কটাক্ষ, যোগ্য জবাব পিঙ্কির
ঠিক ৩৫ দিনের মাথায় শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন। প্রেম দিবসে আইনি বিয়ে সেরেছেন, আপতত সামাজিক বিয়ের তোড়জোর চলছে। ৬ই মার্চ গাঁটছড়া বাঁধবেন দুজনে। বিয়ের খবর সামনে আসার পর প্রাক্তনকে শুভেচ্ছা জানিয়ে পিঙ্কি বলেছিলেন, ‘দু’জনকে খুব সাধুবাদ জানাই যে, ফাইনালি তাঁরা সাহস জোগাড় করে বিয়েটা করেছেন’। এবার এই মন্তব্যের পালটা জবাব দিলেন কাঞ্চন-শ্রীময়ী।
কাঞ্চনের নতুন বউ চাঁচাছোলা ভাষায় বলেন, ‘যে আমার স্বামীর জীবনের অতীত, আমি তার কাছ থেকে আমার সম্পর্কে কোনও মন্তব্য গ্রহণ করতে না-রাজ।’ আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, ‘আমি কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি, কোনও সাহসিকতা দেখানোর জন্য নয়। যারা কাঞ্চনকে ছেড়ে গেছেন, তাঁরা নিজেদের মতো করে ভালো থাকুন, দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না’। এই বিষয় নিয়ে কাঞ্চনের কী বক্তব্য?
ভাবলেশহীনভাবে বললেন, ‘আমি কাকে বিয়ে করব তার উত্তর আমার প্রাক্তনকে দেওয়ার প্রয়োজন মনে করি না।’ নিজের একমাত্র সন্তানের মা-কে তৃতীয় ব্যক্তি বলে উল্লেখ করেন কাঞ্চন। জানান, ‘কোনও তৃতীয় ব্যক্তি আমার ভালো থাকা নিয়ে মতামত দিক, একদম চাই না’।
কাঞ্চন ও পিঙ্কির একমাত্র ছেলে ওশ। বয়স সবে ১০ বছর। আদালতের রায়ে ছেলের কাস্টডি পেয়েছেন পিঙ্কি। অভিনেত্রী আগেই জানিয়েছেন কাঞ্চন ছেলের অভিভাবকত্ব দাবিই করেননি! এই নিয়ে অভিনেতার সাফাই, ‘একজন নাবালক ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করিনি’। খোরপোষ দিয়েই বাবা ও স্বামী হওয়ার দায়িত্ব পালন করেছেন তিনি, সাফ কথা তাঁর। যোগ করেন, ‘স্বামী ও বাবা হিসাবে যতটুকু করা যায়, মা ও ছেলের জন্য ততটুকু করেছি। মোটা টাকা খোরপোষ দিয়েছি। সেই টাকা দুজনের মধ্য সমবন্টন করা হয়েছে। আমি আর পিছনে তাকাতে চাই না’।
জানিয়ে রাখি, কাঞ্চন মল্লিক ৫৬ লক্ষ টাকা খোরপোষ দিয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। যা তাঁর সম্পর্কের প্রায় অর্ধেক! পিঙ্কি নিজের মুখেই জানিয়েছেন খোরপোষের যাবতীয় তথ্য। সঙ্গে বলেছেন, এই টাকা সম্পূর্ণরূপে তাঁর ছেলে ওশের। ছেলেকে মানুষ করতেই খরচ করবেন এই টাকা।