‘ধাকড়’-এর মুক্তি পাওয়ার সপ্তাহখানেক পর কাজে ফিরলেন কঙ্গনা রানাওয়াত। বলিউডে ‘সুপার ফ্লপ’ ক্লাবে হয়তো পয়লা নম্বরে রয়েছে ছবিখানা। তবে সেই ধাক্কা কাটিয়ে কাজে ফিরলেন অভিনেত্রী। ‘মনিকর্ণিকা’র পর এটাই তাঁর দ্বিতীয় পরিচালনা। মুম্বই থেকে দিল্লিতে উড়ে গেলেন কঙ্গনা রানাওয়াত।
সোমবার নিজের ইনস্টা স্টোরিতে দিল্লি ট্যুরের ছবি শেয়ার করলেন কঙ্গনা। লিখলেন, ‘রেইকি ডে ১: আমার পিছনে লাগতে এসো না টাইপ পোজ আমার।’ আরেকটা ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘যতগুলো ভূমিকায় আমি কাজ করেছিী, তারমধ্যে আমার সবচেয়ে প্রিয় হল পরিচালনা’। সাদা সালোয়ার কুর্তার সঙ্গে সবুজ ওড়না নিয়েছিলেন কঙ্গনা। রেইকির কাজে দেখা গেল কঙ্গনার গোটা টিমকে।
এই প্রোজেক্টের ঘোষণা করেন কঙ্গনা গত মাসেই লিখেছিলেন, ‘পরিচালকের টুপি পরলাম দ্বিতীয়বার। গত এক বছর ধরে এমার্জেন্সিতে কাজ করার পর বুঝতে পারলাম এটা আমার থেকে ভালো বানাতে আর কেউ পারবে না। বিখ্যাত লেখক রীতেশ শাহর সঙ্গে কাজ করছি এই ছবিতে। এটা বানাতে যদি আমাকে কিছু অভিনয় ফিরিয়ে দিতে হয় আমি তাও করতে প্রস্তুত। এখন থেকেই উত্তেজিত আমি। এটা আমার জন্য একটা দারুণ জার্নি হতে চলেছে।’ আরও পড়ুন: সারা দেশে ধাকড়-এর ২০টি টিকিট বিক্রি, কঙ্গনার ১০০ কোটির ছবি ৩ কোটিও ব্যবসা করেনি
প্রসঙ্গত কঙ্গনার ‘এমারজেন্সি’র গল্প লিখেছেন রীতেশ শাহ, যিনি ‘ধাকড়’ ছবিতেও কাজ করেছেন। কঙ্গনা আগেই বলে দিয়েছেন এমারজেন্সি কোনও বায়োপিক না, এটা একটা রাজনৈতিক ছবি। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধির বায়োপিক নয় এই ছবি। বরং এটা একটা বড় প্রেক্ষাপটকে তুলে ধরে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক ছবি যা আমাদের জেনারেশনকে সাহায্য করবে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে।’
‘এমারজেন্সি’ ছাড়াও কঙ্গনার ‘তেজাস’ মুক্তি পাওয়ার অপেক্ষায়। ‘তেজাস’-এ এয়ারফোর্স পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। সঙ্গে কঙ্গনার প্রযোজনায় নওয়াজের ‘টিকু ওয়েডস শেরু’র কাজও শেষ হয়েছে দিনকয়েক আগে।