'ভালোবাসা কারে কয়?' বিরাট-অনুষ্কাকে দেখে শিখুক সকলে। সাফল্যের আনন্দে বিরাটের যতটা পাশে অনুষ্কা, হারের যন্ত্রণাতেও ততটাই কাছে। বিশ্বকাপে ফাইনালে অজিদের কাছে পরাজয়ের ধাক্কা সামলাতে আরও খানিকটা সময় লাগবে বিরাট-রোহিতদের। রবিবার রাতে ১ লক্ষ ৩০ হাজার সমর্থকদের সামনে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। এরপরেই চোখ ছলছল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ম্যাচ শেষে স্বামীকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অনুষ্কা। বিরুষ্কা জুটির সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সোশ্যালে। আরও পড়ুন-সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা, অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর জড়িয়ে ধরলেন কোহলিকে
আরও পড়ুন-'ম্যাচ হারলেও তোমরা...' করিনা-অজয় থেকে শুভশ্রী-মিমিরা কী লিখলেন বিরাটদের জন্য?
বিরাট-অনুষ্কার সেই সমীকরণ দেখে মুগ্ধ তাঁদের প্রতিবেশী ক্যাটরিনা কাইফ। টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাতে রবিবার মাঠে সশরীরে উপস্থিত না থেকেও ভীষণভাবে ছিলেন ক্যাটরিনা। হলোগ্রাফ টেকনোলজির মাধ্যমে ফাইনালে দেখা মিলল সলমন-ক্যাটের। ম্যাচ চলাকালীনই ক্যাট জানান তাঁর প্রতিবেশী বিরাট আক্ষরিক অর্থেই ‘সুপারস্টার’। এই দম্পতির প্রশংসা করে ক্যাটরিনা বলেন, ‘পরস্পরের দুর্দান্ত সাপোর্ট সিস্টেম বিরাট-অনুষ্কা’।
ক্যাটরিনা আইএএনসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা দুজনে পরস্পরের দুর্দান্ত সমর্থক। বিরাট যখন মাঠে খেলে তখন অনুষ্কার চেহারায় যে আনন্দ দেখা যায়, তা এক কথায় অপূর্ব।’ যব তক জান কো-স্টার অনুষ্কার বরের প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা। অভিনেত্রী জানান, ‘ওর ফিটনেস লেবেলে তাকিয়ে দেখুন, নিজেকে প্রতিদিন আরও ক্ষুরধার করছে বিরাট। ক্রিকেটের প্রতি ওর নিষ্ঠা আর নিয়মানুবর্তিতা কুর্নিশযোগ্য’।
এই মুহূর্তে টাইগার ৩-র সাফল্য এনজয় করছেন ক্যাটরিনা। এই ছবিতে আবারও চর্চিত প্রাক্তন সলমন খানের সঙ্গে জুটিতে অভিনেত্রী। পাকিস্তানি গুপ্তচর জোয়ার ভূমিকায় ফের নজর কাড়া নায়িকা। ইতিমধ্যেই দেশের বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি।
প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হয়ে অধিকাংশ ম্যাচেই গলা ফাটাতে দেখা গিয়েছে অনুষ্কাকে। সেমি ফাইনালে বিরাটের ৫০তম এক দিবসীয় শতরানের সাক্ষী ছিলেন অনুষ্কা। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বিরাটের লড়াকু ইনিংসের প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন তাঁর ঘরণী। ভারতের হারের পর কাঁদো কাঁদো মুখে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনুষ্কাকে।
এই মুহূর্তে বি-টাউনে জোর গুঞ্জন দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। জল্পনা ইতিমধ্যেই প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে পা দিয়েছেন নায়িকা। তবে গোটা বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি তারকা দম্পতি।