কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মেরি ক্রিসমাস। শ্রীরাম রাঘবনের এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে মুখ্য মহিলা চরিত্রে ছিলেন ক্যাটরিনা কাইফ। তাঁর অভিনয় এখানে এতটাই মনোমুগ্ধকর ছিল যে চোখ ফেরানো যায়নি। তবে এই ছবি মুক্তি পেতে না পেতেই অভিনেত্রী তাঁর আগামী পরিকল্পনা জানালেন। কেরিয়ারে অনেকটা সময় পার করে আসার পর অভিনেত্রী এখন চান কোনও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে। পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন।
কী কী ধরনের চরিত্রে কাজ করতে চান ক্যাটরিনা?
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন যে কোনও নেতিবাচক চরিত্রকে সমর্থন করে না ঠিকই কিন্তু তবুও এই ধরনের চরিত্র করতে চান। এই বিষয়ে অভিনেত্রী জানান, 'আমি ওই মুহূর্তটা নিজের কাছে সৎ থাকতে চাই। আমি যে ধরনের ছবি করে এসেছি বা যেগুলো করব সেগুলো মন দিয়েই করব। কিন্তু ব্যক্তি হিসেবে তো আপনি বদল চাইতেই পারেন তাই না? হয়তো আপনি সেসব জিনিস মানেন না তবুও আপনার ইচ্ছে সেটা করার। আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাই।'
আরও পড়ুন: সম্পর্কের টাইমলাইনে নতুন অধ্যায়! বিয়ে করলেন বল্লভপুরের রূপকথার 'রাজা' সত্যম, দেখুন ছবি
আরও পড়ুন: 'মনে রাখব...' রামমন্দিরের উদ্বোধনের পর ভারত জুড়ে অকাল দীপাবলি, তবুও কেন এমন লিখলেন বিদীপ্তা?
না, কেবল নেতিবাচক চরিত্রই নয়, ক্যাটরিনা কাইফ একই সঙ্গে একটি পিরিয়ড ছবিও করতে চান। এই বিষয়ে তিনি জানান, 'আমার বেশ কিছু জিনিস দারুণ এক্সাইটিং লাগে। আমি পিরিয়ড ফিল্ম করতে চাই। অভিনেতা হিসেবে এটা আমার ভীষণ ইচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ছবির অফার আসে তখন সেই গল্পটা শুনে মনে প্রশ্ন জাগে আমি কি এই গল্পটা বলতে চাই? আমি কি আর অংশ হতে চাই?'
মেরি ক্রিসমাস প্রসঙ্গে
মেরি ক্রিসমাস ছবিটি ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে। এই ছবিটিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে বিজয় সেতুপতিকে দেখা গিয়েছে। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করছে এই ছবি।
আরও পড়ুন: সন্ত্রাসের হাত থেকে কাশ্মীরকে বাঁচাতে বদ্ধপরিকর ইয়ামি! প্রকাশ্যে আর্টিকেল ৩৭০ এর টিজার
রামমন্দির উদ্বোধনে ক্যাটরিনা
২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হল। একই সঙ্গে প্রাণপ্রতিষ্ঠা করা হল রামলালার। সেই অনুষ্ঠানে বরের সঙ্গে হাজির ছিলেন অভিনেত্রী। ভিকি ক্যাটরিনা দুজনকেই এদিন সাবেকি পোশাকে দেখা গিয়েছিল।