বাংলা নিউজ > বায়োস্কোপ > Kuttey Trailer: কথায় কথায় গালি! তার সঙ্গে দম আটকানো উত্তেজনা! ‘কুত্তে’র ট্রেলরেই ঘায়েল সবাই

Kuttey Trailer: কথায় কথায় গালি! তার সঙ্গে দম আটকানো উত্তেজনা! ‘কুত্তে’র ট্রেলরেই ঘায়েল সবাই

মুক্তি পেল কুত্তের ট্রেলার

Kuttey Trailer: ডার্ক হিউমার থেকে অভিশাপ, সঙ্গে আবার ধুন্ধুমার অ্যাকশন কী নেই ‘কুত্তে’র ট্রলারে! চোখে ধাঁধিয়ে গেল টাবু এবং অর্জুনের দুর্ধর্ষ লুক দেখে।

টাকার পিছনে ছুটছে সকলে, একটা টাকার ভ্যানকে কবজা করতে চাইছে সকলেই। পুরুষ, মহিলা সকলেই উদভ্রান্তের মতো ছুটছেন। সকলেরই লক্ষ্য টাকা। এমনই গল্প উঠে এল অর্জুন কাপুর অভিনীত ‘কুত্তে’ ছবির ট্রলারে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নাসিরউদ্দিন শাহ, টাবু, অর্জুন কাপুর, কঙ্কনা সেনশর্মা, কুমুদ মিশ্র, রাধিকা মদন, প্রমুখকে। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন ‘স্টার কিড’ আসমান ভরদ্বাজ। তিনি বিশাল ভরদ্বাজের পুত্র। প্রায় তিন মিনিটের এই ট্রেলারটি তিন ভাগে বিভক্ত।

অর্জুন কাপুর এই ছবির ট্রেলার ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি এই পোস্টের ক্যাপশনে লেখেন 'সরে যাও কামিনো, কুত্তে এসে গিয়েছে। কুত্তের ট্রেলার মুক্তি পেল।' এক ভক্ত তাঁর এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'অর্জুন কাপুর, দুর্দান্ত দুর্দান্ত! অনেক শুভেচ্ছা।'

'জঙ্গলের একটাই নিয়ম, হয় শিকার করো, নইলে শিকার হও।' ট্রলারের শুরুতেই নেপথ্যে এক মহিলা কণ্ঠে বেজে উঠে এই কথা। সঙ্গে অর্জুনকে বন্দুক ধরা অবস্থায় ১..২..৩... গুনতে দেখা যায়। তিনি সবাইকে বলেছিলেন তাঁর গণনা শেষ হলে সবাই যেন বন্দুক নামিয়ে রাখেন। কিন্তু একি! তিনি একাই কেবল বন্দুক নামালেন। আর অমনি সবাই তাঁর দিকে বন্দুক তাক করে। তারপর আচমকাই একটা কুকুরের ডাক শোনা যায় এই ট্রেলারে। টাবুকে এই ছবিতে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। কঙ্কনা সেনশর্মা থাকবেন এক বিদ্রোহী নেতার চরিত্রে। অন্যদিকে কুমুদ মিশ্র এবং অর্জুনকে একই দলের হয়ে কাজ করতে দেখা যাবে এই ছবিতে। অন্যদিকে রাধিকা মদন তাঁর বিয়ে ছেড়ে পালিয়ে যাবেন প্রেমিকের সঙ্গে। এমনই টুকরো টুকরো ছবি ধরা পড়েছে ট্রেলারে। কিন্তু শেষে গিয়ে কোথায় মিলে যাবে এই ছবির চরিত্রগুলো? সেটা অবশ্য ছবি দেখলেই বোঝা যাবে।

এই ছবিতে আদতে তিনটে দলের গল্প দেখা যাবে, যাদের লক্ষ্য এক, টাকা হাতানো। কোথায়, কীভাবে তাই নিয়েই চলছে প্ল্যানিং, প্লটিং। এই ট্রেলারে উঠে এসে ডার্ক হিউমার থেকে অভিশাপ, সঙ্গে আবার ধুন্ধুমার অ্যাকশন। কী নেই কুত্তের ট্রলারে! চোখে ধাঁধিয়ে গেল টাবু এবং অর্জুনের দুর্ধর্ষ লুক, গল্পের টুইস্ট দেখে।

আগামী ১৩ জানুয়ারি ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এই ছবির সঙ্গীর পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। গুলজার লিখেছেন গানগুলো। লাভ রঞ্জন, বিশাল ভরদ্বাজ, অঙ্কুর গর্গ এবং রেখা ভরদ্বাজ এই ছবির প্রযোজনা করেছেন।

বন্ধ করুন