কাছের মানুষের হঠাৎ চলে যাওয়া হয়ত অনেকসময়ই তাঁর পরিবার-পরিজনদের কাছে বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায়। তাঁদের চলে যাওয়ার পরও মনে হয়, এই তো উনি আছেন…। ৬ ফেব্রুয়ারি, সোমবার প্রিয় মাসি লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকীতেও ঠিক এমনই অনুভূতি হয়েছিল লেখিকা রচনা শাহর। নিজের অনুভূতির কথা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে সকলের সামনে এনেছেন রচনা।
রচনা শাহ-র কথায়, 'আমরা এখনও মেনে নিতে পারছি না যে উনি আর আমাদের মধ্যে নেই। এক বছর কেটেও গেছে। এখনও এটা অবাস্তব, অবিশ্বাস্য বলে মনে হয়। তিনি অবিশ্বাস্যভাবেই একটি বিশাল শক্তি ছিল যে শক্তি কখনওই হ্রাস পায় না। আমরা বরং এটা ওঁর মৃত্যু বলে মানতে চাই না। ওঁর গলা সারা দিন ধরে আমাদের সঙ্গে থাকে, ওঁর স্মৃতিও রয়েছে। যতবারই আমার ফোন বেজে ওঠে, আমার মনে হয়, 'মাসি কি আমাকে ডাকছেন?'
রচনার কথায়, ‘উনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, পূজা করতেন, ওঁর ঘর ধূপের গন্ধে ভরে থাকত। আপনি যখন ওঁর সঙ্গে থাকবেন, তখন অদ্ভুত শান্তি পাবেন। তিনি সেই শান্তিকেই প্রতিফলিত করেছিলেন। পরিবার, বন্ধুবান্ধব, কর্মীরা এবং ওঁর অসংখ্য শ্রোতা, সকলের কাছে উনি একটা শান্তির জায়গা ছিলেন। ওঁর কণ্ঠে দেবত্ব ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত উনি কখনই জনসংযোগ হারাননি। প্রত্যেকটি দিনই ওঁর কাছে বিশেষ একটা দিন ছিল, ওঁর বিশাল হৃদয় ছিল এবং উনি সবাইকে ভালবাসা দিতেন।’

মাসি লতা মঙ্গেশকরের সঙ্গে রচনা
লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকীতে বহু তারকাই লতাকে স্মরণ করেছেন।মিউজিক কম্পোজার বিশাল দাদলানি টুইট লেখেন, ‘মহাবিশ্বের কণ্ঠস্বর, এক বছর আগে মহাবিশ্বে ফিরে গিয়েছেন। #লতামঙ্গেশকর জি।’ গজল গায়ক পঙ্কজ উদাস টুইটারে লিখেছেন, ‘আমরা যাদের ভালোবাসি ওঁরা চলে যান না, ওঁরা প্রতিদিন আমাদের পাশে হাঁটেন।আমরা ওদের দেখতে পাই না, শুনতে পাই না, কিন্তু সবসময়ই পাশে থাকেন। ওঁকে এখনও ভালবাসি, এখনও মিস করি এবং খুব প্রিয়। আপনাকে ছাড়া একটি বছর মনে হয়েছে অনন্তকাল। আপনার অভাব সবসময়ই থাকবে। ’