বিয়ের জন্মদিন। আর সেই বিশেষ দিনের কথা মনে রাখল সিদ্ধার্থ। মিঠাইকে চমকে দিল সে! 'মনোহরা'য় আপাতত প্রেমের মরশুম।
বিবাহবার্ষিকীর দিন কি আদৌ মনে আছে উচ্ছেবাবুর? প্রশ্ন ছিল মিঠাইয়ের মনে। সিডকে এই বিশেষ দিন মনে করিয়ে দিতে ময়দানে নেমেছিল হল্লা পার্টিও। দাদার মনের কথা জানতে তার সঙ্গে মাইন্ড গেমও খেলে নীপা। কিন্তু সিদ্ধার্থর মুখে কুলুপ! এ বিষয়ে একটি কথাও বলেনি সে। বেমালুম বিবাহবার্ষিকী ভুলে যাওয়ার অভিনয় চালিয়ে যায়।
বিশেষ দিনটির কথা মনে রেখেছে সিদ্ধার্থ। কিন্তু কাউকে তা বুঝতে দিতে চায়নি সে। সকলকে কায়দা করে বাড়ি থেকে বার করে দিয়েই চালে মোক্ষম চালটি।
মিঠাইয়ের জন্য সারা বাড়ি সাজিয়ে তোলে সিদ্ধার্থ। নিজের হাতে স্ত্রীকে শাড়ি পরিয়ে দেয়। মনের মতো করে সাজিয়ে তোলে তাকে। এর পরেই মিঠাইয়ের জন্য গান ধরে সে। গিটার বাজিয়ে 'কেসারিয়া'র সুরে মিঠাইয়ের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে।
(আরও পড়ুন: ফাঁকা বাড়িতে মিঠাইকে শাড়ি পরাবে সিড! ধারাবাহিকের নতুন পর্বে রয়েছে বড় চমক)
এ সব কিছুই যেন মিঠাইয়ের কাছে স্বপ্নের মতো! যে সিদ্ধার্থ এক সময় বিয়েটাই করতে চায়নি, সে এত সুন্দর করে বিবাহবার্ষিকী উদযাপন করছে? কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না মিঠাই।
(আরও পড়ুন: মিঠাই-সিদ্ধার্থর বিবাহবার্ষিকী! খুশির দিনে কোন মোড় নিতে চলেছে ধারাবাহিকের গল্প)
সিদ্ধার্থর জন্যও অপেক্ষা করছিল বিশেষ উপহার। মিঠাই চমকে দিল তাকে। স্বামীর জন্য চেনা ছকের বাইরে গিয়ে কালো রঙের শিফন শাড়িতে সাজিয়ে তুলল নিজেকে। এখানেই শেষ নয়। সিদ্ধার্থের জন্য নাচও করল সে।
মিঠাইকে দেখে হতবাক সিদ্ধার্থ। নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছে না! স্ত্রীর নাচের প্রশংসা করার পরেই তাঁর স্বীকারোক্তি, পুরনো মিঠাইকেই ফিরে পেতে চায় সে।
সব বিপদ কাটিয়ে কাছাকাছি সিদ্ধার্থ-মিঠাই। সকলের অগোচরে প্রেমের উষ্ণতা গায়ে মাখছে তারা।