বাংলা নিউজ > বায়োস্কোপ > Mohammed Shami-Hasin Jahan: ফাইনালে নিষ্প্রভ শামি, বিশ্বকাপে পরাজয়ের পর ইঙ্গিতবহ পোস্ট হাসিনের, নিশানায় কে?

Mohammed Shami-Hasin Jahan: ফাইনালে নিষ্প্রভ শামি, বিশ্বকাপে পরাজয়ের পর ইঙ্গিতবহ পোস্ট হাসিনের, নিশানায় কে?

বিশ্বকাপ হাতছাড়া হতেই ইঙ্গিতবহ পোস্ট শামির বউ হাসিনের

Mohammed Shami-Hasin Jahan: বিশ্বকাপে ফের অস্ট্রেলিয়ার কাছে পরাজিত ভারত। অন্যান্য ম্যাচে ভালো খেললেও ফাইনালে যেন নিষ্প্রভ ছিলেন মহম্মদ শামি। এদিন খেলার পর বিশেষ একটি পোস্ট লিখলেন হাসিন জাহান।

১৯ নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। আবারও বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে বিরাটরা মাত্র ২৪০ রান তুলেছিল যা সহজেই তুলে নেয় অজিরা। অন্যান্য দিন মহম্মদ শামি বোলিংয়ে আগুন ঝরিয়েছেন। একাধিক উইকেট নিয়েছেন কিন্তু ফাইনালে যেন তিনি ভীষণই নিষ্প্রভ ছিলেন। বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর একটি বিশেষ পোস্ট করলেন হাসিন জাহান। যদিও সেই পোস্টে নাম নেই কারও, তবুও বুঝতে বাকি নেই যে সেই পোস্টের ইঙ্গিত শামির দিকে।

কী পোস্ট করেছেন হাসিন?

এদিন ইনস্টাগ্রামে হাসিন জাহান একটি পোস্ট করেছেন সেখানে হাসিন নিজে কিছু না বললেও তাঁর ভিডিয়োর সঙ্গে জুড়ে দিয়েছেন শাহরুখ খানের একটি সংলাপ। সেখানে বলা হয়েছে, 'জীবনে যতই দুঃখ আসুক, যতই সুখ আসুক, উত্থান পতন যাই আসুক শেষ পর্যন্ত ভালো মানুষরাই জেতে।'

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে হলে ভারতীয় ক্রিকেট টিমে চাই রিভার্ভেশন! দাবি কন্নড় অভিনেতার

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে আব্রামকে আদর দীপিকার, নেটপাড়া বলছে, 'যেন জওয়ানের ঐশ্বর্য আর আজাদ'

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও এই বিশ্বকাপের মরশুমে একাধিকবার মুখ খুলেছেন হাসিন জাহান। জানিয়েছেন তিনি চান ভারত বিশ্বকাপ জিতুক, টিমের জন্য তিনি শুভেচ্ছা জানালেও শামিকে শুভেচ্ছা জানাবেন না। তবে তিনি চান শামি ভালো খেলুন কারণ তাতে আখেরে লাভ তাঁর এবং তাঁর মেয়ের।

২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসিন এবং শামি। তাঁদের একটি মেয়েও আছে। কিন্তু ২০১৮ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। হাসিন একাধিক অভিযোগও এনেছিলে। শামির বিরুদ্ধে।

ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল

১৯ নভেম্বর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া। ২০০৩ এর স্মৃতি উসকে আরও একবার অসিদের কাছে পরাজিত হল ভারত। টানা দশ ম্যাচ জিতে প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন রোহিতরা। এদিন বিরাটদের মতো গোটা দেশকে স্বপ্নভঙ্গের কারণে ভেঙে পড়তে দেখা যায়। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৪০ রান তোলে ভারত। পরে চেজ করতে নেমে সহজেই সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। মাঠে এদিন খেলা দেখতে শাহরুখ, রণবীর, দীপিকা ছাড়াও ছিলেন অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টি, সৌরভ গঙ্গোপাধ্যায়, আশা ভোঁসলে, প্রমুখ। নরেন্দ্র মোদীও হাজির ছিলেন এদিন মাঠে।

বন্ধ করুন