বাংলা নিউজ > বায়োস্কোপ > Elvish Yadav Case: ফের বিপাকে এলভিশ যাদব, ইউটিউবারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করল ইডি

Elvish Yadav Case: ফের বিপাকে এলভিশ যাদব, ইউটিউবারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করল ইডি

রেভ পার্টিতে সাপের বিষ সরবহার মামলা এবার নতুন করে বিপাকে এলভিশ যাদব

Elvish Yadav Money laundering case: রেভ পার্টিতে সাপের বিষ সরবহার মামলা এবার নতুন করে বিপাকে এলভিশ যাদব। ওই মামলায় যুক্ত এলভিস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে উঠল আর্থিক তছরুপের অভিযোগ।

নেটদুনিয়ায় দারুণ জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদব। ‘বিগ বস ওটিটি ২’ জয়ী তিনি। গত বছর নভেম্বর মাসে তাঁর নামে সাপের বিষ পাচারের অভিযোগ ওঠে। সাপের বিষ সংগ্রহের অভিযোগে শ্রীঘরে যেতে হয়েছিল তাঁকে। মার্চ মাসে গ্রেফতারের পাঁচদিনের মাথায় জামিন পান এলভিশ। এ বার আরও এক অভিযোগ উঠেছে এই ইউটিউবারের বিরুদ্ধে। বেআইনি অর্থ লেনদেন ও পাচারে নাম জড়াল এলভিশের। শীঘ্রই তাঁকে তলব করবে ইডি।

ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে এবার আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিগ বস তারকা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। নয়ডার গৌতম বুদ্ধ নগর থানায় এলভিশের নামে একটি এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে চার্জশিট। ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’ এর অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের লখনউ ইউনিট ঘটনার তদন্ত শুরু করেছে। লখনউ-এর জোনাল অফিস থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি নির্দেশও আসতে পারে।

আরও পড়ুন: ‘বিন্দুমাত্র বদলাননি..’, ফের রজনীকান্তের সঙ্গে একফ্রেমে অমিতাভ, কবে আসছে নতুন ছবি

আরও পড়ুন: ‘আমার যেদিন ৫০ হবে..’, শ্রীলেখা অনুপ্রেরণা, অভিনেত্রীকে সামনে দেখে আপ্লুত দুই ভক্ত

গত বছরের নভেম্বরে, নয়ডার সেক্টর ৫১-এর একটি ব্যাঙ্কোয়েট হল থেকে পাঁচজন সাপ পারাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের কাছ থেকে নয়টি সাপ, যার মধ্যে পাঁচটি কোবরা, উদ্ধার করা হয়েছিল। প্রায় ২০ মিলি সন্দেহজনক সাপের বিষও পাওয়া যায়। উদ্ধার হওয়া বেশ কিছু সাপের বিষগ্রন্থি ও দাঁত ছিল না। যদিও পুলিশ জানিয়েছিল, সেখানে তখন এলভিস উপস্থিত ছিলেন না। কিন্তু সাপের বিষ আদানপ্রদান নিয়ে তাঁর সঙ্গে অন্যদের যে যোগাযোগ ছিল, তদন্তে নেমে তা জানতে পারে পুলিশ।

আরও পড়ুন: ‘ক্রিকেটই জীবন..’, বুকের উপর ‘মাহি’ লিখে KKR vs MI ম্যাচ দেখতে এলেন জাহ্নবী

ঘটনার পর পাঁচজন গ্রেফতার হলেও সেই সময়ে এলভিসকে কেবল জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এরপর ১৭ মার্চ গ্রেফতার হন ইউটিউবার। শ্রীঘরে পাঁচদিন থাকার পর জামিনে মুক্ত হন এলভিস। রেভ পার্টিতে সাপের বিষ সরবহার মামলা এবার নতুন মোড় নিল। ওই মামলায় যুক্ত এলভিস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে জুড়ল আর্থিক তছরুপের অভিযোগ। 

যদিও এর আগে পুলিশের তরফে একাধিক বার এলভিসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে চলতি বছরে গ্রেফতার হন তিনি। সে সব তোয়াক্কা না করে তার পরেই জামিনে মুক্ত হয়ে দামি দামি গাড়ি কিনেছেন তিনি। তার পরই এই আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল তাঁর। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) আইনের অধীনে এলভিস যাদবের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। শীঘ্রই ইউটিউবার সহ বাকি অভিযুক্তদের ইডি জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠাবে বলে খবর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.