বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui- Aaliya Siddiqui: নওয়াজের স্ত্রীকে পদবী বদলের পরামর্শ নেটিজেনের, উত্তরে কী বললেন আলিয়া

Nawazuddin Siddiqui- Aaliya Siddiqui: নওয়াজের স্ত্রীকে পদবী বদলের পরামর্শ নেটিজেনের, উত্তরে কী বললেন আলিয়া

নওয়াজের স্ত্রীকে পদবী বদলের পরামর্শ নেটিজেনের

Nawazuddin Siddiqui- Aaliya Siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির মধ্যে চলতি বছরের শুরুর দিক থেকে বিস্তর ঝামেলা শুরু হয়েছিল। নওয়াজের বিরুদ্ধে তাঁর স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন। করেন আরও একাধিক অভিযোগ। যদিও পরে তিনি জানান তাঁদের মধ্যে মিটমাট হয়ে গিয়েছে।

সম্প্রতি আলিয়া সিদ্দিকি, অর্থাৎ নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী একটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে এক ব্যক্তি তাঁকে তাঁর পদবী পরিবর্তন করার পরামর্শ দেন। আলিয়া যে ছবিটি পোস্টে করেছেন ইনস্টাগ্রামে সেখানে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যাচ্ছে। তাঁরা একে অন্যের দিকে ঝুঁকে রয়েছেন। এবং হাসছেন। একটি রেস্তরাঁয় গিয়েছিলেন তাঁরা। সেখানে এই ছবি তুলে পরে সেটা পোস্ট করেন আলিয়া।

আলিয়া এই ছবির সঙ্গে একটি বিশেষ ক্যাপশন যোগ করেন। তিনি তাতে লেখেন, 'আমি আমার মধ্যে যে সম্পর্কটাকে লালন করেছিলাম সেটা থেকে বেরোতে আমার ১৯ বছর লেগে গেল। কিন্তু আমার জীবনে আমার সন্তানরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর তারা সবসময়ই তাই থাকবে। কিন্তু এছাড়া কিছু সম্পর্ক থাকে যা বন্ধুত্বের থেকেও অনেক বেশি হয়। আর আমাদের সম্পর্কটা তাই। আমি এই সম্পর্কে ভীষণ খুশি। আর তাই নিজের সেই খুশির কথা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম। আমার কি খুশি থাকার অধিকার নেই?'

এই পোস্টে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। তাঁদের মধ্যে এক ব্যক্তি লেখেন 'এবার পদবীটা পাল্টে নিন আপনি।' উত্তরে আলিয়া বলেন, 'খুব শীঘ্রই।' অভিনেতার স্ত্রীর প্রশ্নের উত্তর এক ব্যক্তি লেখেন, 'নিশ্চয় আপনার সম্পূর্ণ অধিকার আছে ভালো থাকার। আপনাকে জীবনের সমস্ত খুশি, আনন্দ দিক ইশ্বর।'

নিজের নামের বিষয়ে আলিয়া নিজেই কিছুদিন আগে পাবলিকলি একটি পোস্ট করেছিলেন। গত মার্চ মাসে করা সেই পোস্টে তিনি জানান 'আমার নাম আলিয়া সিদ্দিকি আর মাত্র কিছুদিনের জন্যই থাকবে। একবার ডিভোর্স হয়ে গেলে আমি আমার পুরনো এবং আসল পরিচিতিতে ফিরে যাব। আমি মিসেস আলিয়া সিদ্দিকি থেকে আবার মিস অঞ্জনা কিশোর পাণ্ডে হয়ে যাব।'

বিগত কয়েক মাস ধরেই আলিয়া এবং নওয়াজের সম্পর্ক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। পাবলিকলি কাদা ছোড়াছুড়ি, দোষারোপ সমস্ত কিছুরই সাক্ষী থেকেছে সকলে। যদিও মাঝে আলিয়া জানান যে তাঁরা তাঁদের সন্তানদের জন্য মিটমাট করে নিয়েছেন। কিন্তু আইনি বিচ্ছেদের পথে তাঁরা হাঁটছেন। প্রসঙ্গত আলিয়া এবং নওয়াজের দুই সন্তান সোরা এবং ইয়ানি।

বন্ধ করুন