
বাগদেবীর বন্দনায় ব্রতী সদ্যবিবাহিতা ইমন, বরকে সঙ্গে নিয়ে দিলেন পুষ্পাঞ্জলি
১ মিনিটে পড়ুন . Updated: 16 Feb 2021, 12:57 PM IST- বিয়ের মাত্র ১৫ দিন পরেই সরস্বতী পুজো। নতুন বরকে নিয়ে বিদ্যার দেবীর আরাধনায় ব্রতী ইমন।
আজ বাংলার ঘরে ঘরে পুজিত হচ্ছেন দেবী সরস্বতী। বাণীবন্দনায় মেতে উঠেছেন তারকারাও। প্রতিবছরের মতো এবার বিদ্যার দেবীর বন্দনায় ব্যস্ত ইমন চক্রবর্তী। তবে এবার একটা পার্থক্য রয়েছে। এখন আর একা নয়, বরং জুটিতে বীণাপাণির পুজোয় ব্রতী ইমন। বিয়ের পর গায়িকার প্রথম পুজো। স্বামী নীলাঞ্জন ঘোষকে সঙ্গে নিয়ে লিলুয়ার বাড়িতেই পুজো করলেন ইমন।
বসন্ত পঞ্চমীতে ট্রেন্ড মেনেই হলুদ শাড়িতে সাজলেন ইমন, সঙ্গে লাল রঙের ব্লাউজ। অন্যদিকে নীলাঞ্জনের দেখা মিলল আকাশি রঙা পাঞ্জাবিতে।
নীলাঞ্জনকে সঙ্গে নিয়েই এদিন পুষ্পাঞ্জলি দিলেন ইমন। উচ্চারণ করলেন-'জয় জয় দেবী চরাচর সারে। কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে'।
দেখুন ইমনের বাণীবন্দনা-
ইমনের সরস্বতী পুজোয় শামিল হয়েছিল তাঁর ছাত্রছাত্রীরা, ছিলেন পরিবারের অনান্য সদস্যরাও। করোনা আবহেও সব আচার-রীতি মেনেই পুজিত হলেন মা সরস্বতী। ফেসবুকে পুজোর একগুচ্ছ ছবি শেয়া করে ইমন লেখেন- ‘সকলকে জানাই সরস্বতী পূজোর শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন’।