সম্প্রতি পাকিস্তানের সবথেকে ছোট ইউটিউবার সিরাজ দেখা করতে গিয়েছিল সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। শাহবাজ শরিফের সঙ্গে দেখা হওয়ার সেই ভিডিয়ো এদিন সে প্রকাশ্যে এনেছে। সেখানেই দেখা গেল সে প্রধানমন্ত্রীর গোটা অফিস ঘুরে দেখছেন।
আরও পড়ুন: 'সমাজসেবা না টাকার লোভ!' চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক
পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে ইউটিউবার
পাকিস্তানের সব থেকে ছোট ইউটিউবার হলেন সিরাজ। সে সম্প্রতি সিলভার প্লে বাটন পেয়েছে। কিছুদিন আগে সে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে গিয়ে সে রীতিমত প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে নেয়। শাহবাজ শরিফকে দাঁড় করিয়ে নিজে সেই কুর্সিতে বসে।
এদিন সিরাজ যে ভিডিয়োটি পোস্ট করেছে সেখানে তাকে সেদেশের প্রধানমন্ত্রী অফিস ঘুরিয়ে দেখাতে দেখা যাচ্ছে। এই ভিডিয়ো পোস্ট সে লেখে, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা করলেন আমার সঙ্গে।' এদিন এই অফিস ঘুরে দেখার সময় সেখানকার অন্যান্য আধিকারিকদের সঙ্গেও কথা বলে সিরাজ। হেসে হেসে সকলের সঙ্গে কথা বলতে, মজা করতে দেখা যায় সেই খুদেকে। তার বোন মুসকানকেও দেখা যায় ভিডিয়োতে।
এই ভিডিয়োতে একটা সময় দেখা যাচ্ছে শাহবাজ শরিফ সিরাজকে তাঁর চেয়ারে বসতে বলছেন। সেই সময়ই ভারী মজা পায় সে খুদে। আনন্দে লাফিয়ে উঠে সে বলে, 'আজ আমি ওয়াজির এ আজম হয়ে যাব।' মানে প্রধানমন্ত্রী।
মাত্র এক দিনে এই ভিডিয়োটি ইউটিউবে ১.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে। সেই সংখ্যা আরও বাড়ছে। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই বাচ্চাটা সব পাক তারকাদের রেকর্ড ভেঙে দিচ্ছে কিন্তু!' আরেকজন লেখেন, 'কী মিষ্টি করে সবার সঙ্গে কথা বলছে। হাসিখুশি বাচ্চা একেবারে।' কেউ আবার লেখেন, 'ও ভীষণই আত্মবিশ্বাসী।'