অবশেষে জল্পনা সত্যি করে বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। ২৭ তারিখের ভোররাতে খবরটা প্রকাশ্যে আসে। তারপরই রীতিমত হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় চলে পোস্টের বন্যা। এরই মাঝে সোমবার দুপুরে পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন পরম-পিয়া। অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই সইসাবুদ করেন তাঁরা। টলিউডের এই নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের লোকজন এবং নিকট বন্ধুরা। দেখা মেলে শহরের উষ্ণতম দিনে ছবির পরিচালক অরিত্র সেনেরও।
কতজন এসেছিলেন পরমব্রত-পিয়ার বিয়েতে? মেনুতে কী ছিল?
সোমবার দুপুরে আইনি বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। এদিন তাঁদের বিয়ের অনুষ্ঠানে নিকট আত্মীয় এবং বন্ধুরা মিলে প্রায় ২৫-৩০ জন ছিলেন। ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি এবং মিষ্টিতে জমে যায় এদিনের ভুরিভোজ।
আরও পড়ুন: ফসিলস ঝড়ের সাক্ষী রইলেন মধুমিতা-রাজদীপরা, রূপমের গানে জমিয়ে হেড ব্যাং অনিন্দ্যর
আরও পড়ুন: কখনও মৃত্যুর ইঙ্গিত, কখনও বিষাদের ছোঁয়া, পরম-পিয়ার বিয়ের হইচইয়ের মাঝে অনুপম ফের কী লিখলেন?
পরমব্রত-পিয়ার সম্পর্ক
২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা গিয়েছিল যে তাঁদের বিয়ে ভাঙার নেপথ্যে পরমব্রত এবং পিয়ার বিশেষ বন্ধুত্ব। যদিও সেই কথা রীতিমত নস্যাৎ করে দেন অভিনেতা। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি এবং পিয়া কেবলই বন্ধু। যদিও তাঁদের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যেত। পিয়ার বাড়িতে হামেশাই আসতেন অভিনেতা। অন্যদিকে পরমের ছবির শুট চলাকালীন তাঁর সঙ্গে দেখা করতে লন্ডনে যান পিয়া। কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে তাঁরা দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন। যদিও সেসব বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। অবশেষে এদিন, ২৭ নভেম্বর সপ্তাহের একদম শুরুতেই আইনি ভাবে চার হাত এক হল তাঁদের। পরিবারের উপস্থিতিতে বিয়ে করলেন পরম-পিয়া।
অনুপম রায়ের পোস্ট
একদিকে যখন বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী তখন অন্যদিকে অনুপম রায়ের পোস্টে নিজেকে শেষ করে দেওয়ার বার্তা। বিষাদের ছোঁয়া। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই তিনি একাধিক পোস্ট করেন।