বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam Roy on Param-Piya: কখনও মৃত্যুর ইঙ্গিত, কখনও বিষাদের ছোঁয়া, পরম-পিয়ার বিয়ের হইচইয়ের মাঝে অনুপম ফের কী লিখলেন?

Anupam Roy on Param-Piya: কখনও মৃত্যুর ইঙ্গিত, কখনও বিষাদের ছোঁয়া, পরম-পিয়ার বিয়ের হইচইয়ের মাঝে অনুপম ফের কী লিখলেন?

পরম-পিয়ার বিয়ের হইচইয়ের মাঝে অনুপম ফের কী লিখলেন?

Anupam Roy on Param-Piya: পরপর মন খারাপি পোস্ট অনুপম রায়ের। গতকাল মধ্যরাতেই জানা গিয়েছে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনুপমের স্ত্রী পিয়া, পাত্র পরমব্রত। তারপর থেকেই একটার পর একটা পোস্ট করে চলেছেন গায়ক।

গতকাল মধ্যরাতেই খবরটা জানাজানি হয়। ৪৩ বছর বয়সে এসে অবশেষে আইবুড়ো নাম খন্ডাতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাত্রী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। ২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই মন খারাপি পোস্টের ভিড় অনুপম রায়ের সোশ্যাল মিডিয়ায়।

পরম-পিয়ার বিয়ের খবরের মাঝে কী লিখলেন অনুপম?

এদিন অনুপম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে রাতের কলকাতার এক টুকরো ছবি ধরা পড়েছে। সেই ছবির সঙ্গে তিনি ওপার বাংলার জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানির গান 'শহরের দুইটা গান'-এর লিরিক্স ক্যাপশনে দেন। তিনি এই ছবির সঙ্গে লেখেন, 'এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া।' ছবিতে বা পোস্টে কোথাও কারও নাম নেই কিন্তু কাকে উদ্দেশ্য করে এই পোস্ট সেটাও কারও বুঝতে বাকি নেই।

আরও পড়ুন: সুরেলা সফরের শেষ! সারেগামাপার বিজয়ীর খেতাব জয় বাংলার কাবোর, দ্বিতীয় হলেন কে?

আরও পড়ুন: ফসিলস ঝড়ের সাক্ষী রইলেন মধুমিতা-রাজদীপরা, রূপমের গানে জমিয়ে হেড ব্যাং অনিন্দ্যর

<p>অনুপম রায়ের ইনস্টা স্টোরি</p>

অনুপম রায়ের ইনস্টা স্টোরি

তবে কেবল এটাই নয়, তিনি এদিন আরও একটি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি বইয়ের ছবি পোস্ট করে স্মৃতি হাতড়াতে দেখা যায়। সেই বইয়ের ছবির উপর লেখা, 'ভাত কাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস।' সঙ্গে তিনি যে ক্যাপশনটা দিয়েছেন তাতে নিজেকে শেষ করে দেওয়ার ইঙ্গিত স্পষ্ট। একই সঙ্গে পরম পিয়ার বিয়ের খবরে যে তিনি মর্মাহত সেটাও বোঝা যাচ্ছে পোস্ট থেকে।

তবে তাঁর অনুরাগীরা তাঁকে আশ্বস্ত করেছেন। বুঝিয়েছেন 'বেঁচে থাকার গান' যিনি লেখেন তাঁর এই হতাশা মানায় না। প্রায় দুই বছর আগে ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা গিয়েছিল যে তাঁদের বিয়ে ভাঙার নেপথ্যে পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বিশেষ বন্ধুত্ব। যদিও অভিনেতা বারবার জানিয়েছেন যে তাঁরা কেবলই ভালো বন্ধু, তিনি বিয়ে করার মতো মানসিক অবস্থায় পৌঁছাননি। তবে দুই বছরে এই অবস্থার পরিবর্তন ঘটেছে। একাধিক সম্পর্কের পর অবশেষে পরম পিয়ার সঙ্গে হ্যাপিলি এভারআফটারের গল্প শুরু করতে চলেছেন ২৭ নভেম্বর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে? ভিডিয়ো: এ কেমন শট! সঞ্জু স্যামসনের এই ছক্কা দেখে অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রী এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তার, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.