গতকাল মধ্যরাতেই খবরটা জানাজানি হয়। ৪৩ বছর বয়সে এসে অবশেষে আইবুড়ো নাম খন্ডাতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাত্রী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। ২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই মন খারাপি পোস্টের ভিড় অনুপম রায়ের সোশ্যাল মিডিয়ায়।
পরম-পিয়ার বিয়ের খবরের মাঝে কী লিখলেন অনুপম?
এদিন অনুপম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে রাতের কলকাতার এক টুকরো ছবি ধরা পড়েছে। সেই ছবির সঙ্গে তিনি ওপার বাংলার জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানির গান 'শহরের দুইটা গান'-এর লিরিক্স ক্যাপশনে দেন। তিনি এই ছবির সঙ্গে লেখেন, 'এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া।' ছবিতে বা পোস্টে কোথাও কারও নাম নেই কিন্তু কাকে উদ্দেশ্য করে এই পোস্ট সেটাও কারও বুঝতে বাকি নেই।
আরও পড়ুন: সুরেলা সফরের শেষ! সারেগামাপার বিজয়ীর খেতাব জয় বাংলার কাবোর, দ্বিতীয় হলেন কে?
আরও পড়ুন: ফসিলস ঝড়ের সাক্ষী রইলেন মধুমিতা-রাজদীপরা, রূপমের গানে জমিয়ে হেড ব্যাং অনিন্দ্যর
তবে কেবল এটাই নয়, তিনি এদিন আরও একটি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি বইয়ের ছবি পোস্ট করে স্মৃতি হাতড়াতে দেখা যায়। সেই বইয়ের ছবির উপর লেখা, 'ভাত কাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস।' সঙ্গে তিনি যে ক্যাপশনটা দিয়েছেন তাতে নিজেকে শেষ করে দেওয়ার ইঙ্গিত স্পষ্ট। একই সঙ্গে পরম পিয়ার বিয়ের খবরে যে তিনি মর্মাহত সেটাও বোঝা যাচ্ছে পোস্ট থেকে।
তবে তাঁর অনুরাগীরা তাঁকে আশ্বস্ত করেছেন। বুঝিয়েছেন 'বেঁচে থাকার গান' যিনি লেখেন তাঁর এই হতাশা মানায় না। প্রায় দুই বছর আগে ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা গিয়েছিল যে তাঁদের বিয়ে ভাঙার নেপথ্যে পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বিশেষ বন্ধুত্ব। যদিও অভিনেতা বারবার জানিয়েছেন যে তাঁরা কেবলই ভালো বন্ধু, তিনি বিয়ে করার মতো মানসিক অবস্থায় পৌঁছাননি। তবে দুই বছরে এই অবস্থার পরিবর্তন ঘটেছে। একাধিক সম্পর্কের পর অবশেষে পরম পিয়ার সঙ্গে হ্যাপিলি এভারআফটারের গল্প শুরু করতে চলেছেন ২৭ নভেম্বর।