গুরুতর অসুস্থ বনি সেনগুপ্তর ছবি বরবাদের নায়িকা ঋত্বিকা। নাকে মুখে নল লাগানো আছে তাঁর। অভিনেত্রী নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কিন্তু বেশিক্ষণ সেই ছবি রাখেননি তিনি। কিছুক্ষন পরেই সেটা ডিলিট করে দেন। কিন্তু কী হয়েছে তাঁর?
বেলগাছিয়া রাজবাড়িতে আগামী ছবির শ্যুটিং করছিলেন অভিনেত্রী ঋত্বিকা। সেখানে কাজ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। প্রাথমিক ভাবে পাত্তা না দিলেও পরে বাড়াবাড়ি হওয়ায় তাঁকে ছুটি নিতে হয়। এখন শয্যাশায়ী অবস্থা তাঁর।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে তাঁকে একটি লাল রঙের রাত পোশাকে দেখা যায়। সঙ্গে নাকে মুখে নল লাগানো। তাঁর ছবি থেকেই স্পষ্ট হয় যে তিনি বেশ অসুস্থ এবং দুর্বল। তাকাতে পারছেন না ঠিক করে। তিনি নিজের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যের দিকে নজর দিই না।’ অভিনেত্রীর অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা। কী হয়েছে তাঁর আদতে জানার জন্য মুখিয়ে আছেন সকলেই।
নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটিং করছিলেন। সেখান ধুলোবালি থেকে গলায় ইনফেকশন হয়ে যায়। এতদিন কথা বলতে পারছিলেন না। কিন্তু এখন চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। নেব্যুলাইজার নিতে হয় তাঁকে। হাসপাতালের ডাক্তারের পরামর্শেই রয়েছেন এখন তিনি।
ঋত্বিকা জানান তিনি এখন যে ছবির শ্যুটিং করছিলেন সেটার শ্যুট আপাতত পিছানো হয়েছে তাঁর অসুস্থতার কারণে। প্রথমে ইনফেকশনে হয় যখন তিনি পাত্তা দেননি। কিন্তু অবস্থার বাড়াবাড়ি হলে তাঁকে এখন শ্যুটিং করতে নিষেধ করা হয়। ফলে আপাতত ১৫ দিনের জন্য বেড রেস্ট নিতে বলেছে তাঁকে চিকিৎসক।