বোধনের পর নয়া সিরিজ নিয়ে আসছেন সন্দীপ্তা সেন। এই সিরিজের জন্য তিনি ফের জুটি বাঁধতে চলেছেন অদিতি রায়ের সঙ্গে। গত বছর অর্থাৎ ২০২২ সালের ঠিক দুর্গাপুজোর আগে আগেই সন্দীপ্তা সেন এবং দিতিপ্রিয়া রায় অভিনীত বোধন মুক্তি পেয়েছিল।
এক ছাত্রীকে ধর্ষণ এবং তার পরবর্তী তদন্তের ঘটনা এখানে দেখা গিয়েছিল। সন্দীপ্তা এখানে অধ্যাপিকার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি তাঁর ছাত্রীর পাশে দাঁড়িয়েছিলেন সমস্ত চাপ, রাজনৈতিক নেতাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। দর্শক এবং সমালোচকদের থেকে এই সিরিজটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
এবার শোনা যাচ্ছে আবারও সন্দীপ্তা এবং অদিতি নতুন একটি সিরিজের জন্য জোট বাঁধতে চলেছেন। এই নতুন সিরিজের নাম খেলাঘর। এখানে অভিনেত্রীর সঙ্গে সৌম্য বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা রায়, রাহুল দেব বোস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা যাবে প্রধান চরিত্রে। জানা গিয়েছে ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এবং চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে এই সিরিজ, এমনটাই আপাতত অনুমান করা হচ্ছে।
খেলাঘরে সৌম্যর বিপরীতে দেখা যাবে অঙ্গনাকে। অভিনেত্রী তাঁর ছাত্রীর চরিত্রে অভিনয় করবেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে। অন্যদিকে সন্দীপ্তা থাকবেন সৌম্যর স্ত্রীর চরিত্রে। তবে এখনও পর্যন্ত হইচইয়ের তরফে এই সিরিজ নিয়ে কোনও নিশ্চিত বার্তা মেলেনি।
বোধনের পর অঙ্কুশ হাজরা অভিনীত শিকারপুর সিরিজে অভিনেত্রীকে দেখা গিয়েছিল। সেখানে তাঁর চরিত্রের নাম হয়েছিল চুমকি। এখানে তিনি অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছিলেন তাঁর প্রেমিক হিসেবে। তাঁদের সঙ্গে এখানে কৌশিক গঙ্গোপাধ্যায়, দেবাশিষ মণ্ডল, প্রমুখকে দেখা গিয়েছিল।
অঙ্গনাকে অন্যদিকে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এছাড়া তাঁকে তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে পারিয়া ছবিতেও দেখা যেতে চলেছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় শ্রীলেখা মিত্রকেও দেখা যাবে।