যতদূর চোখ যাবে রাশি রাশি জল। সমুদ্রের ধারে দাঁড়িয়ে ফ্লোরাল বিকিনিতে নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী সারা আলি খান। বাই-সাইকেল হাতে ধরে ছবির জন্য পোজ দিয়েছেন। সারার শেয়ার করা এই ছবিতে অজস্র ভক্তের পাশাপাশি পিসি সাবা আলি খানও কমেন্ট করেছেন।
ফ্লোরাল বিকিনির সঙ্গে সাদা শ্রাগ পরেছেন সারা। খোলা চুলে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন। সমদ্র শহরে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে সইফ-অমৃতা কন্যা লিখেছেন, ‘নিজের তীরে থাকুন। খোলস থেকে বেরিয়ে আসুন। সমুদ্রের উপকূল সময়টা উপভোগ করুন। চাপমুক্ত থাকুন। সমুদ্র জীবনের সৌন্দর্য। কাজে এতটা ভাটা পড়বেন না যে আপনি জীবনের সুন্দর ঢেউ মিস করবেন।’
আরও পড়ুন: সামারার থেকে এত্ত ভালোবাসা পেল ‘রালিয়া’র রাহা, বোনের জন্য কী লিখলেন তুতো দিদি
সারা পোস্টে মন্তব্য করেছেন পিসি সাবা পতৌদি। তিনি লিখেছেন, ‘চালাক’। অভিনেত্রীর ভক্তরা পোস্টে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সুন্দরী মৎস্য কন্যার মতো দেখাচ্ছে।’ কারও মন্তব্য, ‘সাইকেল চালানো জলপরী’।
গত কয়েক মাস ধরেই বলিউডের আনাচে-কানাচে উড়ে বেড়াচ্ছে সারা-শুভমনের প্রেমের গুঞ্জন। সইফ কন্যার প্রেমে নাকি হাবুডুবু প্রাক্তন কেকেআর তারকা। নিজের প্রেম কাহিনিকে হামেশা লুকিয়ে রাখতেই পছন্দ করেন সারা। সুশান্ত হোক বা কার্তিক- সবার ক্ষেত্রেই তা করে এসেছেন।
যদিও, এই বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউ-ই। সারা আর শুভমনের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শোনা গিয়েছিল অগস্ট মাসে। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল রেস্তরাঁয়। সম্প্রতি এক টক শো-তে হাজির হয়ে সারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটার শুভমন গিল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে হেঁয়ালি বজায় রেখেছেন এই তারকা।
জনপ্রিয় পঞ্জাবি চ্যাট শো ‘দিল দিয়া গলাঁ’য় নতুন সিজনে অতিথি হিসাবে হাজির হচ্ছেন শুভমন। সেখানে সঞ্চালক সোনম বাজওয়া শুভমনকে প্রশ্ন করেন, ‘বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রী কে?’ এক সেকেন্ডও সময় নষ্ট না করে শুভমন জবাব দেন সারা। এরপর সঞ্চালিকার স্ট্রেট কাট প্রশ্ন, ‘তুমি কি সারাকে ডেট করছো?’ জবাবে শুভমন বলেন- ‘হয়তো হ্যাঁ’।
সারা সম্প্রতি কানন আইয়ারের ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিতে অভিনয় করছেন। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর এবং অপূর্ব মেহতা, সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সোমেন মিশ্র। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে তৈরি ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। এই কাল্পনিক গল্পে একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে সারাকে।