কালীপুজোর দিনই ধামাকা! খবর প্রকাশ্যে এসেছিল আগেই আর শুভদিনে সামনে এল জি বাংলার আসন্ন সিরিয়াল ‘সোহাগ জল’-এর প্রথম ঝলক। এই ধারাবাহিকে দর্শক পেতে চলেছে একদম নতুন জুটি। 'যমুনা ঢাকি' শ্বেতা ভট্টাচার্য এই ধারাবাহিকে জুটি বাঁধছেন হানি বাফনার সঙ্গে।
দূরে গিয়েও কাছে আসার গল্প ‘সোহাগ জল’। সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা নিয়ে আসতে চলেছে এই নয়া ধারাবাহিক। সিরিয়ালের প্রথম প্রোমো বেশ অন্যরকম। প্রেম বা বিয়ে নয়, বরং শুভ্র আর জয়ীর বিয়ে ভাঙা দিয়ে শুরু এই গল্প।
নিজের প্রিয় সংসার ছেড়ে যাচ্ছে শুভ্রর স্ত্রী। যেতে চায় না জয়ী, তবুও চলে যেতে হচ্ছে থাকে। প্রোমোর শুরুতে দেখা গেল একার হাতে নিজের যৌথ পরিবারকে সামলাতে হিমসিম খাচ্ছে জয়ী (শ্বেতা)। বৃষ্টি শুরু হতেই দৌড়ে গিয়ে ছাদ থেকে কাপড় আনা, গানের রেওয়াজে ব্যস্ত ননদকে গরম জল করে দেওয়া, শাশুড়ির খয়ের ছাড়া পান সেজে দেওয়া, দেওরকে পছন্দের জল খাবার বানিয়ে দেওয়া- বাড়ির সকলে যখন জয়ীর প্রশংসায় পঞ্চমুখ তখনই ছন্দপতন। স্ত্রীর হাতে জলখাবারের থালা দেখেই মেজাজ বিগড়ে যায় শুভ্রর। পর মুহূর্তেই বোঝা যায়, ব্যাগপত্তর গুছিয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছে জয়ী। বিদায়বেলায় জেঠিমা শাশুড়ির কন্ঠে আক্ষেপের সুর, ‘শুভ্রর সাথে ছাড়াছাড়িটা না হলেই ভালো হত’। দূরে দাঁড়িয়ে জয়ীকে চলে যেতে দেখে মন বিষাদে ভরে ওঠে শুভ্রর। দৌড়ে গিয়ে সে জয়ীকে বলে, ‘আরও কিছুক্ষণ থেকে গেলে হয় না?’ স্বামীর অনুরোধ ফিরিয়ে জয়ী জানায়, ‘এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে’।
প্রোমো দেখে একবাক্যে সকলে লিখছে, ‘দারুণ’। ‘নিম ফুলের মধু’র সম্প্রচার শুরুর আগেই আরও এক নয়া ধারাবাহিকের ঘোষণা সেরে ফেলেল জি বাংলা। এর আগে হানি বাফনাকে শেষ দেখা গিয়েছে, ‘গ্রামের রাণি বাণীপানি’তে। অন্যদিকে ‘যমুনা ঢাকি’ শেষ হওয়ার পর দেবের সঙ্গে ‘প্রজাপতি’ সিনেমার শ্যুটিং সেরেছেন শ্বেতা। তবে ছোটপর্দা ফের ফিরছেন তিনি। টেলিপাড়ায় জোর চর্চা শীঘ্রই শেষ হবে ‘লাল কুঠি’। আর সেই জায়গা নিতে চলেছে ‘সোহাগ জল’।