একেই বলে বাদশাহি কামব্যাক। ২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান। ভারতীয় বক্স অফিসে আয়ের নিরিখে হিন্দির ছবির তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছিল ‘পাঠান’, বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেন সানি দেওল।
পাঠান-এর ৫২৪ কোটির কালেকশনকে ছাপিয়ে সিংহাসন দখল করলেও ২৪ ঘন্টার বেশি তাজ মাথায় থাকল না সানির। শুক্রবারই শাহরুখের অপর ছবি ‘জওয়ান’ উঠে এল এক নম্বরে। গদর ২-এর ৫২৪.৭৫ কোটির আয়কে ছাপিয়ে গিয়েছে ‘জওয়ান’। অর্থাৎ সবচেয়ে বেশি আয়ের নিরিখে থাকা হিন্দি ছবির তালিকায় এক নম্বর আর তিন নম্বরে রয়েছেন শাহরুখ খান। গদর ২ মুক্তির প্রায় একমাস পর মুক্তি পাওয়া জওয়ান ২২তম দিনেই ছাপিয়ে গেল গদর ২-এর আয়কে।
ভারতে জওয়ান-এর আয়:
এই মুহূর্তে দেশের বক্স অফিসে জওয়ানের মোট আয় আয় ৫৮১.৪৩ কোটি টাকা (তামিল,তেলুগু ভার্সন মিলিয়ে)। এদিন এক্স প্ল্যাটফর্মে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, ‘জওয়ান ইতিমধ্যেই গদর ২ এবং পাঠান-এর হিন্দি সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে। এটাই এখন ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি। শাহরুখ খান সেরা তিনের দুটি জায়গাই নিজের দখলে রেখেছেন।’ পাঠান ৫০০ কোটির ক্লাবে ঢুকতে সময় নিয়েছে ২৮দিন। সেখানে মাত্র ২৪ দিনেই ৫০০ কোটির ঘরে ঢুকে পড়ে গদর ২। অন্যদিকে জওয়ান দু-দিন কম সময় নিয়েই ছাপিয়ে গেল গদর ২-কে।
তৃতীয় সপ্তাহে ‘জওয়ান’-এর কালেকশন তাক লাগাচ্ছে। গতকাল (পড়ুন বৃহস্পতিবার) সারা দেশে ৫.৮১ কোটি টাকা কামাই করেছে এই ছবি। এখনও পর্যন্ত ছবির মোট আয় ৫২৫.৫ কোটি টাকা। ছবির তামিল ও তেলুগু ভার্সনের তিন সপ্তাহে মোট আয় ৫৮.৮২ কোটি টাকা। ইতিমধ্যেই ‘ব্লকবাস্টার’-এর খেতাব পেয়েছে শাহরুখের এই ছবি। দেশের বক্স অফিসে ৬০০ কোটির গণ্ডি পার করা এখন মাত্র সময়ের অপেক্ষা।
১০০০ কোটির ক্লাবের বেতাজ বাদশা শাহরুখ!
বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছন কিং খান! বিশ্ব বক্স অফিসে ছবির আয়ের পরিমাণ এখন ১০৪৩.২১ কোটি টাকা। গত ৭ই সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি। ২৫শে জানুয়ারি মুক্তি পাওয়ার পর ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পাঠান সময় নিয়েছিল প্রায় চার সপ্তাহ (২৭ দিন)। সেই কারনামা মাত্র ১৮ দিনেই সম্পন্ন করেছে জওয়ান। শাহরুখ খানই একমাত্র ভারতীয় অভিনেতা যার দুটো ছবি ১০০০ কোটি টাকার গণ্ডি পার করেছে।
সানিক বক্স অফিসের রেসে হারিয়ে দিতে সফল হলেন শাহরুখ। তবে একটা কথা প্রমাণিত নব্বইয়ের দশকের তারকারাই আজও বলিউড শাসন করছে! ‘পাঠান’ দিয়ে বাদশাহি কামব্যাক করেছিলেন শাহরুখ, এরপর ২২ বছর পর ‘ব্লকবাস্টার’-এর মুখ দেখেন সানি। সৌজন্যে গদর ২, আর সেই রেশ কাটতে না কাটতেই বক্স অফিস জুড়ে শুরু হয়েছে ‘জওয়ান’ সুনামি।