বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan-Jawan: মুখে ব্যান্ডেজ বেঁধে জওয়ান ক্রেজে সামিল এই খুদেও, ভক্তের কাণ্ড দেখে কী উত্তর দিলেন শাহরুখ?

Shah Rukh Khan-Jawan: মুখে ব্যান্ডেজ বেঁধে জওয়ান ক্রেজে সামিল এই খুদেও, ভক্তের কাণ্ড দেখে কী উত্তর দিলেন শাহরুখ?

মুখে ব্যান্ডেজ বেঁধে জওয়ান ক্রেজে সামিল এই খুদেও

Shah Rukh Khan-Jawan: জওয়ান ক্রেজে মগ্ন কিং খান ভক্তরা। আর তার মধ্যেই গোটা মুখে ব্যান্ডেজ বেঁধে জওয়ান হয়ে ধরা দিলেন এই খুদে ভক্ত। তাকে দেখে কী বললেন খোদ শাহরুখ খান?

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান। আর মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি বক্স অফিস এবং ভক্তদের মনে একসঙ্গে রাজ করে চলেছে। আপাতত কাশ্মীর থেকে কন্যাকুমারী কম বেশি সকলেই জওয়ান জ্বরে আক্রান্ত। চর্চার বিষয়বস্তু এটাই। অনেক ভক্তরাই তো ব্যান্ডেজ বেঁধে নিজেরাই জওয়ান থুড়ি শাহরুখ সেজে সিনেমা দেখতে হলে আসছেন। আর তাঁদের অন্যতম হল এই ছোট্ট কিং খান ভক্ত। সেও বাকিদের মতো মুখে ব্যান্ডেজ বেঁধে জওয়ান ক্রেজে সামিল হয়েছে। আর তার ছবি গিয়ে পড়েছে কিং খানের নজরে। তারপরই উত্তর এল স্বয়ং তাঁর কাছ থেকেই।

বুধবার ১৩ সেপ্টেম্বর এক ব্যক্তি এক্সে এই ছোট্ট কিং খান ভক্তের একাধিক ছবি শেয়ার করেন। সেখানে তাকে সাদা টিশার্টের উপর চেক শর্ট আর জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। এদিকে গোটা মুখ জওয়ান ছবিতে শাহরুখের মতো ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সেই অবস্থায় সে গাড়ির সামনে পোজ দিয়েছে। এই ছবিগুলি শেয়ার করে সেই ব্যক্তি লেখেন, 'কাশীপুরের এই ছোট্ট শিশুটিকে দেখুন। কাশীপুরের রয়াল সিনেমাতে এসেছিল এভাবে। এই লুকে জাস্ট তাক লাগিয়ে দিয়েছে ও। কাশীপুরের সমস্ত শিশুরাই জওয়ানের সঙ্গে দেখা করতে চায়। শাহরুখ খান প্লিজ এখানে একবার আসুন।' তিনি তাঁর এই পোস্টে জওয়ান, শাহরুখ খান, ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করেন।

আরও পড়ুন: জওয়ানে আছেন ঋতাভরী! পর্দায় দেখা না গেলেও এই কাজে যুক্ত ছিলেন অভিনেত্রী

আরও পড়ুন: জওয়ান দেখেই রেগে কাঁই, হল কর্তৃপক্ষের কাছে টিকিটের দাম ফেরানোর দাবি দর্শকদের, কিন্তু কেন?

এই পোস্ট নজরে পড়ে খোদ শাহরুখ খানের। তিনি এই টুইট শেয়ার করে লেখেন, 'অনেক ধন্যবাদ আমার ছোট্ট জওয়ান। ওকে একদমই একরকম লাগছে দেখতে। আমার অনেক ভালোবাসা রইল কাশীপুরের জন্য।'

তবে কেবল এই শিশুটি নয়, আরও অনেক খুদে ভক্তরাই জওয়ান ক্রেজে আক্রান্ত। আর সেটা কিং খানের টুইটার হ্যান্ডেলে চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে। আরেক শিশুকে রামাইয়া গানটিতে নাচ করতে দেখা যায় জমিয়ে। সে আবার বিখ্যাত এসআরকে পোজ দেয় চোখে সানগ্লাস পরে। এই টুইটটিও কিং খান শেয়ার করেছেন। তিনি এটি শেয়ার করে লেখেন, 'উফ! নাচের কী স্টাইল, কী অভিব্যক্তি। জওয়ানের সব গুণ আছে! হাহা। অনেক ধন্যবাদ।'

প্রসঙ্গত এই ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। অন্যান্য চরিত্রে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ আছেন। অ্যাটলির এই ছবিতে বিশেষ চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে।

বন্ধ করুন