এ যেন মেঘ না চাইতেই জল! একে তো এত বছর পর বড়পর্দায় ফিরে এল গীত-আদিত্যর সেই পাগলামো ভরা ভালোবাসা, তার মধ্যে কিনা আবার খোদ অভিনেতা হাজির হলেন সিনেমা হলে! ভক্তদের তো এই সময় নার্ভ কন্ট্রোলে রাখা ভীষণই চাপের ব্যাপার। আসলে এমন সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে!
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভারতে বেশ কিছু আইকনিক ছবি আবার করে মুক্তি পেয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল শাহিদ, করিনা অভিনীত জব উই মেট। বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি যখন মুম্বইয়ের একটি হলে এই ছবি চলছিল তখন সেখানে হাজির হলেন খোদ আদিত্য, ওরফে শাহিদ। এতবছর পর একই ভাবে দর্শকরা তাঁর এই ছবি উপভোগ করছেন দেখে তিনি যতটা খুশি হয়েছেন, ঠিক ততটা খুশিই তাঁকে দেখে তাঁর ভক্তরা হয়েছেন।
পিভিআর সিনেমার তরফে এক সপ্তাহ ধরে ভ্যালেন্টাইন্স উইক পালন করা হল। আর সেই উপলক্ষেই একাধিক আইকনিক ছবি পুনরায় মুক্তি পেয়েছিল। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছবিগুলোকে দেখানো হল। এর মধ্যে ছিল টাইটানিক, জব উই মেট, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, তামাশা, টিকিট টু প্যারাডাইস, বেদ, গীত গোবিন্দ, গুগলি, হৃদয়ম, ইত্যাদি।
ছবির শেষ মৌজা হি মৌজা গানটি যখন চলছে তখন হলে ঢোকেন শাহিদ। পরনে সাদা শার্ট। মুখে এক গাল হাসি। বাস, তাতেই ফিদা ভক্তরা। তাঁর সঙ্গে ছবি তোলা থেকে, চিৎকার করা, নাচ করা কী না করলেন! ভক্তদের এই প্রতিক্রিয়া দেখে দারুণ খুশি হয়ে যান অভিনেতা। অন্যদিকে তাঁকে নিয়ে উন্মাদনা পারদ চড়ে ব্যক্তিদের মধ্যে।
আজ থেকে ১৬ বছর আগে, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিটি। বলিউডের অন্যতম মিষ্টি প্রেমের গল্প ধরা পড়েছিল এখানে। অভিনেতা নিজে যেমন এদিনের ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তেমনই বহু ভক্তদেরও এই ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়।
শাহিদ কাপুরকে শেষবার দেখা গিয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ফারজিতে। এটি এখন অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাচ্ছে।