বক্স অফিসে চার সপ্তাহ পূর্ণ করে পঞ্চম সপ্তাহে পা দিল শয়তান। আর দেখতে দেখতেই এই ছবিটি ১৪১ কোটি টাকার বেশি আয় করে ফেলল। অনুমান করা হচ্ছে এই ছবির লাইফটাইম কালেকশন ১৫০ কোটি টাকা হবে। অজয় দেবগনের কেরিয়ারের এটা অন্যতম বড় হিট হবে বলেই মনে করা হচ্ছে। পঞ্চম সপ্তাহের শুরুতে এই ছবিটি কত আয় করল?
শয়তান ছবিটির বক্স অফিস কালেকশন
শয়তান ছবিটি বক্স অফিসে প্রথম সপ্তাহে ৭৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ৫৬ শতাংশ কমে হয় ৩৪ কোটি ৫৫ লাখ টাকা। তৃতীয় সপ্তাহে শয়তান মোট ১৯ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। ফলে এই তিন সপ্তাহে শয়তানের মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ১৩৪ কোটি ১৫ লাখ টাকায়।
আরও পড়ুন: 'যাঁরা জ্ঞান দিচ্ছিলেন...' নেতাজিই প্রথম প্রধানমন্ত্রী, দাবিতে অনড় কঙ্গনা এবার স্বপক্ষে দিলেন কোন ‘প্রমাণ’?
আরও পড়ুন: ইদের আগে শেষ জুম্মার ইফতারে তৃণমূলের তারকা প্রার্থীর ভিড়! কী কী খেলেন দেব-রচনারা?
চতুর্থ সপ্তাহে আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। পঞ্চম সপ্তাহের শুরুতে এটি মাত্র ৪৩ লাখ টাকা আয় করেছে। ফলে এখন ২৯ দিন পর শয়তানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ২০ লাখ টাকায়।
সামনেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং অজয় দেবগনের ময়দান। ফলে তখন এই ছবির আয় যে আরও কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই এই ছবি দুটো মুক্তির আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই কদিনে শয়তান বড় জোর ১৪৫ কোটি বা ১৫০ কোটি টাকা আয় করবে।
আরও পড়ুন: 'বাংলা এখনও পিছিয়ে...' মির্জা দিয়েই টলিউডের 'ভুল' শুধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ! কোন বদল আনতে চাইছেন?
শয়তান প্রসঙ্গে
শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিয়োজ নিবেদন করেছে এই ছবিটির। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। এটি আদতে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ব্যাস। শয়তান ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।