বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth Malhotra wraps Indian Police Force: ‘এবার বিয়ে করে নাও’, সিনেমা শেষের পোস্ট করেও নিস্তার নেই সিদ্ধার্থের!

Sidharth Malhotra wraps Indian Police Force: ‘এবার বিয়ে করে নাও’, সিনেমা শেষের পোস্ট করেও নিস্তার নেই সিদ্ধার্থের!

ইন্ডিয়ান পুলিশ ফোর্স নিয়ে আবেগঘন পোস্ট সিদ্ধার্থের

Sidharth Malhotra wraps Indian Police Force: ইন্ডিয়ান পুলিশ ফোর্সের শ্যুটিং শেষ করলেন সিদ্ধার্থ মালহোত্রা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেই কথা। আর তারপরই ভক্তদের থেকে পেলেন সুপরামর্শ! কী বললেন তাঁরা?

ইন্ডিয়ান পুলিশ ফোর্স ছবির শ্যুটিং শেষ করলেন সিদ্ধার্থ। আগামীতে তাঁকে এই সিরিজে দেখা যেতে চলেছে। ছবির শ্যুটিং শেষ করে সেই কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা। কিন্তু একি! তাঁর ভক্তদের যে তাঁর ছবি নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই! উল্টে তাঁদের যত চিন্তা তাঁর বিয়ে নিয়ে। বুঝুন ঠ্যালা!

'মজনু' সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজের খবর পোস্ট করেন। সোমবার, ২৪ জানুয়ারি সিদ্ধার্থ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের গোটা ক্রিউকে নিয়ে একটা আবেগঘন বার্তা লেখেন।

তিনি তাঁর অনুভূতির কথা জানিয়ে এই পোস্ট করেন। কেমন অভিজ্ঞতা ছিল তাঁর এই ছবিতে কাজ করার সে কথাও উল্লেখ করেন তিনি এখানে। অভিনেতা তাঁর পোস্টে লেখেন, ' শেষ হল। রোহিত শেট্টি স্যারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আপনাদের সকলের সঙ্গে এই অ্যাকশনে ভরপুর ছবিটি ভাগ করে নেওয়ার জন্য আর তর সইছে না। এমন অ্যাকশনে ভরপুর ছবি এর আগে হয়নি। উনি একটি ভীষণ কর্মঠ, সৎ এবং ভালো টিম পেয়েছিলেন এই সিরিজের জন্য। এটুকু বলতে পারি ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সেটে থাকা, কাজ করা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। গোটা টিমকে ধন্যবাদ জানাই। এত সুন্দর সফরের অংশ হতে পেরে ভীষণ খুশি। আপনাদের সকলের কাছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স জলদি নিয়ে আসব।'

যেই অভিনেতা এই পোস্টটি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, অমনি তার কমেন্ট সেকশন ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার তাঁকে তাঁর বিয়ে নিয়েও মজা করেছেন। এক ব্যক্তি তাঁর পোস্টে কমেন্ট করেন। তিনি লেখেন, 'এবার শুরু হবে বিয়ের প্রস্তুতি।' আরেকজন লেখেন, ' যান, এখন বিয়ের প্রস্তুতি শুরু করুন।' সিদ্ধার্থের আরেক অনুরাগী লেখেন, 'আপনার বিয়ের জন্য অপেক্ষা করছি।'

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির বিয়ে নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। যদিও এখনও অভিনেতাদের তরফে কোনও নিশ্চিত বার্তা আসেনি। তবে তাঁরা বেশ কিছু বছর ধরেই সম্পর্কে আছেন। তাঁদের প্রথমে করণ জোহরের বাড়িতে একত্রে দেখা যায়। তাঁরা মাঝে মধ্যেই করণ জোহর এবং মণীশ মালহোত্রার বাড়িতে যান।

২০২১ সালে তাঁদের শেরশাহ ছবিটি মুক্তি পায়। মনে করা হয়, তখন থেকেই তাঁদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। নতুন বছরকে বরণ করার জন্য এই জুটি মণীশ এবং করণের সঙ্গে দুবাইতে গিয়েছিলেন। শোনা যাচ্ছে এই বছরেই তাঁরা গাঁটছড়া বাঁধবেন।

ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। এটির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। বিবেক ওবেরয়, শিল্প শেট্টি, প্রমুখকে এই ছবিতে দেখা যাবে। এই সিরিজের শ্যুটিং করার সময় কিছুদিন আগে হাতে আঘাত পান রোহিত। রামোজি ফিল্ম সিটিতে এই ছবির শ্যুটিং চলছিল। তবে কবে থেকে ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওটিটিতে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি।

বন্ধ করুন