বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth Shukla's first death anniversary: সিদ্ধার্থের প্রথম মৃত্যুবার্ষিকী, প্রার্থনা সভার আয়োজন মা এবং দিদিদের

Sidharth Shukla's first death anniversary: সিদ্ধার্থের প্রথম মৃত্যুবার্ষিকী, প্রার্থনা সভার আয়োজন মা এবং দিদিদের

সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকী

Sidharth Shukla's first death anniversary: সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রহ্মা কুমারীদের সঙ্গে প্রার্থনা সভায় যোগ দেন অভিনেতার মা, দিদিরা। নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। গত বছর ২ সেপ্টেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান সিদ্ধার্থ।

সিদ্ধার্থ শুক্লা। ছোটপর্দায় তাঁর অনুরাগী সংখ্যা যে কারও কাছে ঈর্ষণীয়। বলাই বাহুল্য বলিউডের অন্যতম হার্টথ্রবদের মধ্যে একজন তিনি। আজ ২ সেপ্টেম্বর। অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান সিদ্ধার্থ। মাত্র ৪০ বছর বয়সে তাঁর চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারেনি।

সিদ্ধার্থের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মা রীতা শুক্লা এবং তাঁর বোনেরা ব্রহ্মা কুমারীদের সঙ্গে একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। প্রার্থনা সভার বেশ কয়েকটি ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ব্রহ্মা কুমারীদের একজন প্রবল অনুসারী ছিলেন সিদ্ধার্থ। প্রায়শই মায়ের সঙ্গে তাঁদের সভায় যোগ দিতেন অভিনেতা। আরও পড়ুন: ‘পেটটা আগের মতো নেই…’, সন্তান জন্মের পর প্রসবোত্তর পেটের ছবি শেয়ার করলেন সোনম

একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে প্রার্থনা সভার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। একটি ছবিতে সিদ্ধার্থের পরিবারকে ব্রহ্মা কুমারীদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। অপর ছবিতে অভিনেতার বোনদের উপস্থিত সকলকে প্রসাদ দিতে দেখা যায়। অভিনেতা তাঁর মা এবং দুই বোনকে রেখে গিয়েছেন। আরও পড়ুন: বি-টাউনে নতুন BFF! মুম্বইয়ে গভীর রাতে বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি খুশি-নাইসার

১৯৮০ সালে হিন্দু ব্রাহ্মণ পরিবারে সিদ্ধার্থ শুক্লার জন্ম। তাঁর বাবা অশোক শুক্লা একজন ইঞ্জিনিয়র। রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মরত ছিলেন তিনি। মা রিতা শুক্লা পরিবারে দায়িত্ব সামলান। সিদ্ধার্থরা তিনি ভাই-বোন। দুই দিদির পর ছোট সিদ্ধার্থ। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি ছিলেন খেলাধুলায় পারদর্শী। স্কুলে টেনিস এবং ফুটবল খেলতেন। ইন্টেরিয়র ডিজাইনিংয়ে ডিগ্রি অর্জন করেন এবং মডেলিং দিয়ে তার শোবিজ যাত্রা শুরু করেন সিদ্ধার্থ। আরও পড়ুন: রেড রোডে পুজো উৎসবে হাজির রাজ, লাভলি থেকে মিমি! ‘দেব কোথায়?’, প্রশ্ন নেটিজেনের

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। ২০১৪ সালে বলিউডে ডেবিউ করেন অভিনেতা। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়টালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিগ বস ১৩ এবং ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি-এর জয়ী সিদ্ধার্থ। ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো-হোস্ট করেছেন তিনি। ‘সাবধান ইন্ডিয়া’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট ৬’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট ৭’ এবং বিগ বস ১৪’-এর ষোড়শ সপ্তাহে দেখা মিলেছে তাঁর।

সিদ্ধার্থের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তাঁর চর্চিত প্রেমিকা শেহনাজ গিল। বিগ বস ১৩-র ঘর থেকে তাঁদের সম্পর্কের চর্চা শুরু হয়েছিল। রূপকথার কাহিনি শুরু হওয়ার আগেই যেন সব শেষ… অসম্পূর্ণ থেকে গিয়েছে ‘সিধনাজ’-এর গল্প।

 

বন্ধ করুন