গায়িকা বিজয়লক্ষ্মী ওরফে মল্লিকা রাজপুতকে এদিন তাঁর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ। রহস্যজনক অবস্থায় পুলিশ তাঁর দেহটি পায়। এমনটাই তাঁদের তরফে জানানো হয়েছে।
ঘর থেকে উদ্ধার গায়িকার দেহ
মৃত্যুকালে উত্তর প্রদেশের এই জনপ্রিয় গায়িকার বয়স হয়েছিল ৩৫ বছর, তিনি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজ করেছিলেন। এদিন তাঁর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি ঘরে ঝুলছিল তাঁর দেহটি, দাবি পুলিশের। গায়িকা বিজয়লক্ষ্মীর মা সুমিত্রা সিং এদিন মেয়ের মৃত্যুর বিষয়ে জানান তাঁরা এই বিষয়ে কিছুই জানতেন না। তাঁরা সকলেই তাঁদের মতো রাতে ঘুমাচ্ছিলেন ঘরে। প্রসঙ্গত গায়িকার বাড়ি উত্তর প্রদেশের সুলতানপুরের সীতাকুণ্ড এলাকায়। এটি কোতোয়ালি পুলিশ স্টেশনের আওতায় পড়ে।
কী বলছে পুলিশ এই কেসের বিষয়ে?
কোতোয়ালি থানার ইন চার্জ শ্রীরাম পান্ডে জানিয়েছেন আপাতত ভাবে গোটা বিষয়টা দেখে মনে করা হচ্ছে গায়িকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এখনই নিশ্চিত করে এই বিষয়ে তাঁরা কিছুই জানাতে পারছেন না যতক্ষণ না তাঁরা ময়নাতদন্তের রিপোর্ট পাচ্ছেন। এমনটাই পিটিআইয়ের তরফে জানানো হয়েছে। বর্তমানে গায়িকা মল্লিকা রাজপুত ওরফে বিজয়লক্ষ্মীর দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত তিনি এই বিজয়লক্ষ্মীর নাম নিয়ে শো করতেন।