বিনেদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত 'সিংঘম' অভিনেতা জয়ন্ত সাভারকর। মারাঠি ও হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই পরিচিত নাম ছিলেন জয়ন্ত সাভারকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানান রোগে ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা জয়ন্ত সাভারকর। বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকালে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্য়ু হয় তাঁর।
তাঁর পরিবারের তরফে সংবাদ সংস্থা PTI-কে জানানো হয়েছে গত ১০-১৫ দিন আগে অভিনেতা নিম্ন রক্তচাপের কারণে থানের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার রাতে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন থেকেই জয়ন্ত সাভারকরকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। বয়সজনিত সমস্যার কারণে সকাল ১১টার দিকে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার।
আরও পড়ুন-কলকাতায়-রণবীর আলিয়া, দুর্গাপুজোর আবহে তৈরি ‘ধিন্ডোরা বাজে রে’! হাজির চূর্নী-টোটা
মারাঠি এবং হিন্দি ছবি, থিয়েটার এবং টেলিভিশন মিলিয়ে সাভারকারের কেরিয়ার প্রায় ছয় দশক বিস্তত। যার মধ্যে রয়েছে মারাঠি ছবি ‘হরি ওম বিথালা’, ‘গদবাদ গন্ধাল’, ‘66 সদাশিব’ এবং বাকাল। এছাড়াও ‘যুগপুরুষ’, ‘বাস্তভ’, ‘রকি হ্যান্ডসাম’ এবং ‘সিংহম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত সাভারকর।
প্রসঙ্গত, সাভারকর মারাঠি থিয়েটারে একজন নেপথ্য শিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। খ্যাতনামা নাট্যকার বিজয় টেন্ডুলকারের মঞ্চ প্রযোজনায় ‘মানুস নাভাচে বেট’-এ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে। মঙ্গলবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।