বাংলা নিউজ > বায়োস্কোপ > Bengal Achivers Award: বেঙ্গল অ্যাচিভার্সে সেরার শিরোপা জয় সোহিনীর, বিশেষ সম্মান পর্দার সূর্য-দীপাকে

Bengal Achivers Award: বেঙ্গল অ্যাচিভার্সে সেরার শিরোপা জয় সোহিনীর, বিশেষ সম্মান পর্দার সূর্য-দীপাকে

বেঙ্গল অ্যাচিভার্সে সেরার শিরোপা জয় সোহিনী, সূর্য-দীপার

Bengal Achivers Award: সেরা অভিনেত্রীর মুকুট জিতলেন সোহিনী সরকার। শ্রীকান্তর জন্য তিনি এই খেতাব জয় করলেন। অন্যদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জন্য অনস্ক্রিন কাপল অ্যাওয়ার্ড পেলেন স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্ত।

অনুরাগের ছোঁয়া বিগত বেশ কয়েকদিন ধরেই টিআরপি লিস্টে একদম উপরের দিকেই থাকছে। দীপা আর সূর্যর মধ্যে যে টানাপোড়েন, মিশকার শয়তানি দেখা যাচ্ছে সেটা, এবং সঙ্গে সোনা রূপার আদো আদো কথায় মজেছে দর্শকরা। অভিনেতারাও তাঁদের যথাসাধ্য চেষ্টা করছেন চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার। এবার যেন সেটারই পুরস্কার পেলেন তাঁরা। সম্মানিত হলেন স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্ত।

এদিন কলকাতার একটি নামী পাঁচতারা হোটেলে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত হয়। সেখানেই বিশেষ সম্মানে সম্মানিত হন স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্ত ওরফে পর্দার দীপা এবং সূর্য।

সেরা অনস্ক্রিন কাপলের পুরস্কার পান স্বস্তিকা এবং দিব্যজ্যোতি। এই কথা অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। তিনি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, 'ধন্যবাদ দর্শক। বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ সিজন ২। সেরা অন স্ক্রিন কাপল।' তিনি তাঁর এই পোস্টে অনুরাগের ছোঁয়া টিমকে শুভেচ্ছা জানাতেও ভোলেন না।

এদিন তিনি যে ছবি পোস্ট করেন সেখানে তাঁকে একটি কালো পোশাক এবং সঙ্গে ম্যাচ করা অক্সিডাইজড কানের দুল পরে থাকতে দেখা যায়। অন্যদিকে দিব্যজ্যোতির পরনে ছিল কালো শার্ট এবং বেইজ রঙের কোট। তাঁরা দুজন ট্রফি হাতে কাছাকাছি দাঁড়িয়েছিলেন। এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা রূপাঞ্জনা মিত্র তাঁদের শুভেচ্ছা জানান। বাদ যান না অভিনেত্রী তথা তাঁদের ভালো বন্ধু অস্মিতা চক্রবর্তীও। তিনি লেখেন, 'এভাবেই এগিয়ে যা তোরা।'

অন্যদিকে সেরা অভিনেত্রী পুরস্কার পান সোহিনী সরকার। তিনি শ্রীকান্ত ওয়েব সিরিজের জন্য এই সম্মান পান। এদিন তাঁকে একটি কমলা রঙের জামদানি শাড়িতে দেখা যায়। সঙ্গে ম্যাচিং ডিজাইনার ব্লাউজ এবং অক্সিডাইজড গয়না পরেছিলেন তিনি। তাঁর হাতে স্মারক এবং ট্রফি ধরা ছিল। এই ওয়েব সিরিজে তাঁর সঙ্গে ঋষভ বসু, মধুমিতা সরকার, প্রমুখকে দেখা গিয়েছিল।

বন্ধ করুন