কাজের বাইরে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বাকি সময়টা পরিবারকে নিয়ে পরিবারের সঙ্গেই কাটে। অভিনেত্রীর বাবা মা দুজনেই নেই। তবুও তাঁরা যেন না থেকেও তাঁর সঙ্গে ভীষণ ভাবে থেকে গিয়েছেন। হামেশাই তিনি তবে বাবা মাকে নিয়ে পোস্ট করেন। জানান তিনি তাঁদের কতটা মিস করেন। তবে বাবা মা না থাকলেও ভাই আছেন তাঁর। ভাইকে যে দিদি ভালোবাসবে এ তো জানা কথা কিন্তু ভাইয়ের বউকে? শ্রীলেখার সঙ্গে তাঁর ভাইয়ের বউয়ের সম্পর্ক কেমন সেটাই এদিন তিনি তাঁর একটি পোস্টে জানালেন।
শ্রীলেখার ভাইয়ের বহু বছর আগেই বিয়ে হয়েছে। এদিন তাঁর ভাইয়ের বউয়ের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানালেন ননদ। কী লিখেছেন অভিনেত্রী?
শ্রীলেখা মিত্রর পোস্ট
অভিনেত্রীর ভাইয়ের বউয়ের নাম সোনিয়া। তাঁর জন্য অভিনেত্রী লেখেন, 'আমাদের আদরের বউমা সোনিয়ার আজ জন্মদিন। আমার ক্ষ্যাপা ভাইয়ের একটি মাত্র বউ, আমাদের জিকোবাবুর মা। ওর বৌভাতের দিন আমি সাজিয়ে দিয়েছিলাম। আর বাবাকে বলেছিলাম আজ থেকে তোমার দুটো মেয়ে,মেয়ের মত নয়, মেয়ে। দূরত্বের কারণে বাবাকে সব সময় গিয়ে দেখতে পারতাম না, নিশ্চিন্তে থাকতাম কারণ সোনিয়া আছে এবং সত্যিই তাই ও বাবাকে শেষ অবধি আগলে রেখেছিল। সংসারে নিমজ্জিত করল নিজেকে, আমি বারবার বলি পড়াশোনা করেছিস কিছু একটা কর, বেচারির এক মুহূর্ত সময় নেই।' তিনি আরও লেখেন, 'দুজনেই আমরা ভার্গো সেটাই শুধু কারণ নয়, আমরা দুজন দুজনকে সত্যিই ভালোবাসি, বুঝি। আমাকে একটা দারুণ কমপ্লিমেন্ট দিয়েছিল একবার জানো দিদিয়া বিয়েতে আমার শ্রেষ্ঠ পাওনা কি? তোমার মত একটা দিদি, নিশ্চিন্ত হলাম যে ননদিনী রায় বাঘিনী নই, আমি ওর দিদি হলাম । অবশ্যই এটা জিকো হওয়ার আগে। ইদানিং ওকে আমার কেমন যেন মা মা লাগে। মায়ের মতোই আগলে রেখেছে গোটা সংসারটা আমাদের। খুব খুব খুব ভালো থাক শান্তিতে থাক আমার সোনা মা-টা।'
আরও পড়ুন: 'আজ সোনামণি বলে ডাকার কেউ নেই', প্রিয়জনের স্মৃতিতে কাতর শ্রীলেখা, কার জন্য লিখলেন খোলা চিঠি?
অনেকেই অভিনেত্রীর এই পোস্টে তাঁর ভাইয়ের বউকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর এই পোস্ট থেকেই বোঝা গিয়েছে তিনি সোনিয়াকে কতটা ভালোবাসেন। তাঁদের মধ্যে কতটা ভালো সম্পর্ক।
প্রসঙ্গত কয়েক মাস আগেই বেড়াতে গিয়েছিলেন শ্রীলেখা। তাঁর সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারও গিয়েছিল। সেখানে গিয়ে তাঁর ভাইয়ের ছেলে জিকো তাঁর কাছেই ছিল।