বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomader Rani: এখনও ডাক্তার হল না, এদিকে ট্রেনের মধ্যেই সহযাত্রীর সন্তানপ্রসব করাবে রানি!

Tomader Rani: এখনও ডাক্তার হল না, এদিকে ট্রেনের মধ্যেই সহযাত্রীর সন্তানপ্রসব করাবে রানি!

ট্রেনের মধ্যেই সহযাত্রীর সন্তানপ্রসব করাবে রানি!

Tomader Rani: এখনও ডাক্তার হয়নি, তার আগেই ট্রেনে সহযাত্রীর সন্তান প্রসব করাবে রানি। প্রোমো প্রকাশ্যে আসতেই কী বলছে নেটপাড়া?

স্টার জলসার তোমাদের রাণী ধারাবাহিক এখন হিট! বলা ভালো এই মেগার দুই প্রধান মুখ দুর্জয় এবং রানির জুটি হিট। অভিকা এবং অর্কপ্রভর রসায়ন নজর কেড়েছে দর্শকদের। কিন্তু একি! আচমকা এ হেন ধারাবাহিককেই কিনা পড়তে হল ট্রোলের মুখে!

তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো

তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দুর্জয় যখন রানিকে ফেলে কলকাতা চলে আসে রাগ করে তখন রানি একাই শ্বশুর বাড়ি আসার সিদ্ধান্ত নেয়। সে যে ট্রেনে বাড়ি ফিরছিল সেই ট্রেনেই আচমকা এক সহযাত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন ট্রেনেই ডাক্তারের খোঁজ শুরু হয়। রানি জানায় সে মেডিক্যাল স্টুডেন্ট। তখন অনেকেই আপত্তি জানান যে ও এখনও ডাক্তার হয়নি ও কী করে প্রসব করাবে? যদিও সেসব উপেক্ষা করেই রানি জানায় এখনই প্রসব না করালে ক্ষতি হবে, এবং কিছু জিনিস চায়। সেসব ট্রেনে জোগাড়ও হয়ে যায়। তখন সেই চলন্ত ট্রেনে সহযাত্রীর সন্তান প্রসব করায় রানি।

আরও পড়ুন: সোহমের সঙ্গে জোরদার প্রেম চর্চা, তার মাঝেই শোলাঙ্কির স্পষ্ট ঘোষণা 'আমার জীবনে ও...'

আরও পড়ুন: টিফিন ডেলিভারির আড়ালে মাদকের ব্যবসা শাবানার! প্রকাশ্যে 'ডাব্বা কার্টেল'-এর প্রথম ঝলক

কে কী বলছে?

এই প্রোমো প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা ভারী মজা পেয়েছেন। এক নিয়মিত দর্শক লেখেন, 'হ্যাঁ, ডাক্তার হতে না হতেই এক কাঁদি। এরপর ডাক্তার হলে যে কী হবে!' আরেকজন লেখেন, 'গল্পের গরু গাছে ওঠা একেই বলে। ট্রেনে সব জিনিসের জোগাড় ছিল!' কেউ আবার লেখেন, 'রানি থাকবে কতক্ষন, রানি...'

এখন কী দেখানো হবে তোমাদের রাণী ধারাবাহিকে?

এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে রানি এবং দুর্জয় রানির বাপের বাড়ি এসেছে। সেখানে এসে সে প্রাণপণ চেষ্টা করছে তার ননদের বরের কারসাজি ধরার। সোনা বন্দক দিয়ে টাকা পাওয়ার ভুয়ো ব্যবসার জাল ছিঁড়তে চাইছে সে। আর তার এভাবে গর্ভবতী অবস্থায় টোটো করা মোটেই পছন্দ করছে না তার বর দুর্জয়। সেই নিয়েই দুজনের অশান্তি।

আরও পড়ুন: অরিন্দম নয়, সৃজিতের হাত ধরে শহরে আসছে নতুন গোয়েন্দা বিদ্যুৎলতা বটব্যাল?

তোমাদের রাণী প্রসঙ্গে

তোমাদের রাণী ধারাবাহিকটি বর্তমানে স্টার জলসায় সন্ধ্যা ছয়টায় সম্প্রচারিত হয়। এখানে প্রধান চরিত্রে আছেন অভিকা মালাকার এবং অর্কপ্রভ। তাঁদের জুটি দর্শকদের এত পছন্দ যে তাঁরা তাঁদের নাম দিয়েছেন দুর্জানি। এখানে অন্যান্য ভূমিকায় আছেন রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, প্রমুখ।

বায়োস্কোপ খবর

Latest News

Shark Tank-এ বিজ্ঞাপন দিতে শর্ত সুইগির! ‘শার্ক’ হিসেবে চাকরি গেল জোম্যাটোর সিইওর ক্যানসার থেকে ইএনটি- ‘আমরণ অনশনকারী’ ৬ জুনিয়র ডাক্তার আসলে কারা? কেমন আছে শরীর? কেন মোতি মসজিদে নমাজ পড়তে গেল না বাংলাদেশের টিম? কী বলছে গোয়ালিয়র পুলিশ? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.