দ্বিতীয় সন্তান জন্মানোর আগেও কাজ করেছেন একটানা। আর এবার সন্তান জন্মের পরেও ছুটি নেওয়ার মুডে একেবারেই নেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেয়ের বয়স এক মাস হওয়ার আগেই এক ইভেন্টে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে, ইয়ালিনির জন্মের পর প্রথম প্রোজেক্ট হতে চলেছে রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজ।
খবর রয়েছে, ফেব্রুয়ারি মাসেই শুটিং ফ্লোরে ফিরবেন। এই ওয়েব সিরিজে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে পরিচালকের নতুন সিরিজ। সিরিজটি মুক্তি পাবে জি ফাইভে।
আরও পড়ুন: সালারের আয় দ্বিগুণ, তাও এক হিসেবে এগিয়ে গেল ডাঙ্কি! বৃহস্পতিতে কে কত তুলল ঘরে
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালেই ওয়েবের দুনিয়ায় হাতেখড়ি হয়েছিল রাজের। আবার প্রলয়ও মুক্তি পেয়েছিল জি ফাইভেই। শুভশ্রীরও প্রথম সিরিজ, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ যা ২০২৩ সালেই মুক্তি পায়,দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিতও হয়।
আরও পড়ুন: ভুল ‘সাজিদ খান’-কে ম্যাসেজ! ‘আমি মরিনি, বেঁচে আছি’, বার্তা ফারহার ভাইয়ের
এর আগে ইন্দ্রদীপ দাশগুপ্তের একটি ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল শুভশ্রী আর আবীরের। কিন্তু পরে সেই সিনেমা থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। তবে এবার দুজনকে একসঙ্গে দেখার ভক্তদের ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে।
ছোট্ট ইয়ালিনিকে নিয়ে ইতিমধ্যেই বিদেশ থেকে ঘুরে এসেছেন শুভশ্রী। ৩০ ডিসেম্বর তার বয়স হবে এক মাস। তবে তার আগেই ইয়ালিনি ঘুরে এসেছে থাইল্যান্ড থেকে। সি সেকশন করেই মেয়ের জন্ম দেন শুভশ্রী। তবে তিন সপ্তাহ যেতে না যেতেই ছেলে-মেয়েকে নিয়ে বর রাজের সঙ্গে উড়ে যান বিদেশে। সেখান থেকে ছেলে-বর-বান্ধবীর সঙ্গে ছবি শেয়ার করলেও, ইয়ালিনির মুখ এখনও অনুরাগীদের দেখাননি ‘রাজশ্রী’।
আরও পড়ুন: টাকার অভাবে ওয়েটারের কাজ উরফি জাভেদের? মুম্বইয়ের রেস্তোরাঁর ভিডিয়ো হঠাৎ এল সামনে
দেবলয় ভট্টাচার্যের নতুন ছবিতে মুখ্য চরিত্রে কাজ করার আভাসও আগে দিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্ক্রিপ্টের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বড় কিছু আসছে’।
নিজেকে ফিট রাখতে ইয়ালিনিকে নিয়ে প্রেগন্যান্সির সময় একটানা শরীরচর্চা করে গিয়েছেন। জিমে ঘাম ঝরানোর ছবিও দিতেন সেই সময়। খুব জলদিই সেটে ফিরতে প্রস্তুত অভিনেত্রী। মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরাও।