মলদ্বীপ, সার্ডিনিয়ায় বেড়াতে গিয়েছিলেন একসঙ্গে। এরপরই ললিত মোদীর পোস্টে জ্বলজ্বল করছে সুস্মিতা সেনের সঙ্গে ছবি। ঘোষণা করেছেন, সম্পর্কে রয়েছেন, শীঘ্রই প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন তিনি। এই খবর সাড়া ফেলেছে গোটা দেশে। চলছে জোড় চর্চা।
ললিত মোদীর সঙ্গে সম্পর্কে আছেন শুনেই, নেটিজেনের একাংশ প্রাক্তন মিস ইউনিভার্সকে ‘গোল্ড ডিগার’য়ের তকমা দিয়েছেন। অর্থাৎ টাকার জন্য তিনি সম্পর্কে জড়িয়েছেন ললিত মোদীর সঙ্গে। এতেই চটেছেন সুস্মিতা। রবিবার সমালোচকদের বিরুদ্ধে পোস্ট করেছেন তিনি। বলেছেন, 'আমি সোনার থেকেও আরও গভীরে খনন করি। সোনা নয়, আমার পছন্দ হিরে। তবে হ্যাঁ, আমি সেগুলি নিজের ক্ষমতায় কিনি।'
আরও পড়ুন: 'বলিউড কপিক্যাট', ‘কেশারিয়া’ গানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ তুললেন KRK
এরপরই ‘গোল্ড ডিগার’য়ের মন্তব্য উড়ে আসতেই সুস্মিতা সেনের পাশে দাঁড়িয়েছেন বলিউডে একাধিক তারকা। প্রাক্তন মিস ইউনিভার্সের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘ওদের বলে দিও তুমি রানি!’ সঙ্গে আগুনের ইমোজি জুড়ে দিয়েছেন। ফায়ার এবং হার্ট ইমোজি সহ নেহা ধুপিয়া কমেন্টে লিখেছেন, ‘সুশ!’, রণবীর সিংও মন্তব্য বিভাগে হার্ট ইমোটিকন দিয়েছেন।
এদিকে, ললিত মোদীও তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন ট্রোলের প্রতিক্রিয়ায়। তিনি লিখেছেন, ‘আমরা এখনও মধ্যযুগে বাস করছি যখন দুজন বন্ধু হতে পারে না এবং যদি রসায়ন সঠিক হয় এবং সময় ভালো হয়- যাদু ঘটতে পারে।’