স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই তাঁর ভাবনা চিন্তা অকপটে শেয়ার করতে পছন্দ করেন। কিছু দেখে তাঁর প্রতিবাদ করার মতো মনে হলে সেটা নিয়ে লিখতে বা বলতে দুবারও ভাবেন না তিনি। আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ নিখোঁজ। হইচইতে এই সিরিজ আসার আগেই হিন্দুস্তান টাইমসের তরফে স্নেহা বিশ্বাসের মুখোমুখি হন অভিনেত্রী। তাঁর চরিত্র থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর ভাবনা সবটাই জানালেন।
নিখোঁজ ওয়েব সিরিজে এই প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করলেন তিনি। সেই অভিজ্ঞতা কেমন ছিল তাঁর? জানালেন হিন্দুস্তান টাইমসকে। একই সঙ্গে নাম না নিয়ে অনুপম খেরকে নিয়ে করা টুইট নিয়েও কথা বললেন তিনি।
'রবি ঠাকুরের চরিত্রে কারও অভিনয় করা উচিত নয়।' এই টুইট করেছিলেন, ভাইরালও হয় সেটি। পোস্টটা কি অনুপম খেরকে উদ্দেশ্য করে? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'দেখুন আমি স্রেফ এটুকুই বলতে চেয়েছি যে আমাদের সবার উচিত রবীন্দ্রনাথ ঠাকুরকে সমস্ত ধরনের প্রোপাগান্ডা থেকে সরিয়ে রাখা। সেটা সিনেমা হোক বা বই বা সেমিনার। আমি ভেবেছিলাম পরে এটা নিয়ে বিস্তারিত ভাবে লিখব। এটাও মনে হয়েছিল যে কারও রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করা উচিত নয় বলে যেটা লিখেছিলাম সেটা ভুল। আসলে আমি বলতে চেয়েছিলাম কারও উচিত নয় ওঁকে কোনও রকমের প্রোপাগান্ডায় জড়ানো।'
তিনি অনুপম খের প্রসঙ্গে বলেন, 'অনেকেই ধরে নেন আমার টুইট কেবল অনুপম খেরকে উদ্দেশ্য করেই। সেটা নয়। আমি কিন্তু অভিনেতা হিসেবে ওঁকে পছন্দ করি। আমি যবে থেকে সিনেমা দেখা শুরু করেছি তবে থেকেই ওঁর সিনেমা দেখুন। আমি স্রেফ বাঙালি হিসেবে চাই না যে কেউ রবি ঠাকুরকে কোনও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৈরি কোনও কিছুর মধ্যে তাঁকে জড়াক।'
আরও পড়ুন: সিরিয়াল কিলারকে ধরতে তৎপর বিক্রম, স্বস্তিকার সহায়তায় ফাঁস হবে কি মেডিক্যাল স্ক্যামের পর্দা
নিখোঁজ সিরিজে একই সঙ্গে মা এবং একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন। মেয়ের থেকে কোনও ফিডব্যাক পেয়েছেন ছবিটি নিয়ে? এই প্রসঙ্গে স্বস্তিকা বলেন, 'আমার মেয়েকে রীতিমত ঘুষ দিতে হয় আমার ছবি দেখার জন্য। শুধু একমাত্র কলা ছবিটি দেখার জন্য ও ভীষণ উদগ্রীব ছিল কারণ ওই ছবির শুটিংয়ে ও আমার সঙ্গে গিয়েছিল। তৃপ্তির সঙ্গে ওর ভালো বন্ধুত্ব হয়েছিল। আমরা অনেক গল্প করতাম। ও যেহেতু এই ছবিটার সঙ্গে জড়িয়ে গিয়েছিল তাই ছবিটা মুক্তি পাওয়ার আগেই দেখেছিল। এছাড়া ওকে যদি জিজ্ঞেস করি আমায় কেমন লাগছে, কী লাগছে বলে তোমায় যেমন দেখতে তেমন লাগছে। যদিও ওর কোনটা ভালো লাগছে, খারাপ লাগছে সেটাও জানায়।'
গত বছর আপনাকে বাঙালি অভিনেত্রী বলায় স্বস্তিকা বেজায় রেগে গিয়েছিলেন। টুইটও করে সেটা নিয়ে। তারপর কি কিছু বদলেছে? স্বস্তিকার কথায়, 'এটা না পূর্ব ভারতের লোকজনকে নিয়ে বিশেষ করে বলা হয়। কই আমরা তো কখনও কাউকে পঞ্জাবি অভিনেতা বা কাশ্মীরি অভিনেতা বলি না। তাহলে বাংলা, অসম, উড়িষ্যার বাসিন্দাদের নিয়ে কেন এমনটা বলা হবে? বাংলা ছবিও একটা ভারতীয় ছবি। কিন্তু দেখবেন অধিকাংশ লোকজন ভারতীয় সিনেমা বললেই কেবল বলিউডকে বোঝে। তো এই বিষয় নিয়ে কাউকে না কাউকে তো কথা বলতেই হতো।'