বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আজ সে বিবাহিত,সন্তানদের বাবা’,ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত কন্যা,ত্রিশলা

‘আজ সে বিবাহিত,সন্তানদের বাবা’,ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত কন্যা,ত্রিশলা

ত্রিশলা দত্ত

সম্পর্কের ‘বিশ্বাসঘাতকতা' নিয়ে ইনস্টাগ্রামে সরব ত্রিশলা। জানালেন নিজের ভাঙা প্রেমের কাহিনিও।
  • ত্রিশলার সঙ্গে ৭ বছরের সম্পর্ক ভেঙে সুখে সংসার করছে প্রাক্তন!
  • বাবা বলিউডের অন্যতম সুপারস্টার। তবে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে কোনওরকম সম্পর্ক নেই সঞ্জয় দত্তের গ্ল্যামারাস কন্যার। কথা হচ্ছে ত্রিশলা দত্তের। মায়ের মৃত্যুর পর ত্রিশলা দাদু-দিদিমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে বড়ো হয়েছেন। এখন তিনি একজন পেশাদার সাইকোথেরাপিস্ট। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মানসিক অবসাদ বা ডিপ্রেশন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির কাজ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা তিনি। প্রেম সম্পর্ক নিয়ে আগেও বহুবার মুখ খুলেছেন তিনি, এদিন ফের বোমা ফাটালেন সঞ্জয় দত্তের মেয়ে। 

    এদিন সম্পর্কের ‘বিশ্বাসঘাতকতা' বা ‘ধোঁকা’ দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন ত্রিশলা। ইনস্টাগ্রাম স্টোরিতে  তিনি জানান, ঠিক কী কারণে সম্পর্কে আবদ্ধ থেকেও কোনও নারী বা পুরুষ তাঁর পার্টনারের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা' করে। এরপর এই নিয়ে ফলোয়ারদের কাছে প্রশ্ন জানতে চান তিনি। 

    একজন ত্রিশলাকে সরাসরি জিজ্ঞাসা করেন, কৌতুহল থেকেই জিজ্ঞাসা করছি, আপনার সবচেয়ে দীর্ঘ সম্পর্ক কতদিন টিকে ছিল? সেটা কীভাবে শেষ হল? এড়িয়ে যাননি ত্রিশলা। এই প্রশ্নের সাফ জবাব দেন তিনি। বলেন, সাত বছর ঠিকে ছিল তাঁর সবচেয়ে লম্বা সম্পর্ক। তবে কেন সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। শুধু জানান, 'আমরা একসঙ্গে মিলে সেই সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলাম। ও একটা জীবনের জন্য তৈরি ছিল, কিন্তু আমি ছিলাম না এবং আমাদের মধ্যে নানান বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল'। 

    ত্রিশলার ইনস্টাগ্রাম পোস্ট
    ত্রিশলার ইনস্টাগ্রাম পোস্ট

    এখানেই থেমে থাকেননি ত্রিশলা তিনি আরও বলেন, ‘আমরা দুজনেই ভিন্ন ভাবে জীবনের পথে এগিয়েছি… বেড়ে উঠেছি। এটা ঘটেই থাকে। আজ সে বিবাহিত, সন্তানদের বাবা। ওর জন্য আমার শুভকামনা রয়েছে সবসময়’। 

    এর আগে বিষাক্ত সম্পর্কে আটকে থাকবার কথাও জানিয়েছিলেন ত্রিশলা। এছাড়াও নিজের এক প্রয়াত বয়ফ্রেন্ডকে নিয়েও মাঝেসাঝেই আবেগঘন পোস্ট করে থাকেন ত্রিশলা। ২০১৯ সালের ২ জুলাই মৃত্যু হয় তাঁর ইতালীয় প্রেমিকের।যদিও তাঁর নাম কোনওদিন প্রকাশ্যে আনেননি সঞ্জয় কন্যা। এমনকি জানাননি কীভাবে মৃত্যু হয়েছে প্রেমিকের। 

    এখানেই থেমে থাকেননি ত্রিশলা তিনি আরও বলেন, ‘আমরা দুজনেই ভিন্ন ভাবে জীবনের পথে এগিয়েছি… বেড়ে উঠেছি। এটা ঘটেই থাকে। আজ সে বিবাহিত, সন্তানদের বাবা। ওর জন্য আমার শুভকামনা রয়েছে সবসময়’। 

    এর আগে বিষাক্ত সম্পর্কে আটকে থাকবার কথাও জানিয়েছিলেন ত্রিশলা। এছাড়াও নিজের এক প্রয়াত বয়ফ্রেন্ডকে নিয়েও মাঝেসাঝেই আবেগঘন পোস্ট করে থাকেন ত্রিশলা। ২০১৯ সালের ২ জুলাই মৃত্যু হয় তাঁর ইতালীয় প্রেমিকের।যদিও তাঁর নাম কোনওদিন প্রকাশ্যে আনেননি সঞ্জয় কন্যা। এমনকি জানাননি কীভাবে মৃত্যু হয়েছে প্রেমিকের। 

    |#+|

     

     

    বন্ধ করুন