বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সুশান্তের সঙ্গেই আমাকে সবচেয়ে ভালো মানায়', কৃতীর উত্তর পছন্দ হয়নি করণের!

'সুশান্তের সঙ্গেই আমাকে সবচেয়ে ভালো মানায়', কৃতীর উত্তর পছন্দ হয়নি করণের!

বিতর্ক পিছু ছাড়ছে না করণের (ছবি-ইনস্টাগ্রাম)

'সুশান্তের সঙ্গে তোমার কেমিস্ট্রি কোথায়?', করণের প্রশ্নের মুখে পড়েছিলেন কৃতী শ্যানন।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বিতর্ক ঘিরে ধরেছে করণ জোহর ও তাঁর টক শো কফি উইথ করণকে। ড্রাইভের মুক্তি নিয়ে সুশান্তের সঙ্গে করণের মনোমালিন্য হোক কিংবা কফি উইথ করণের কাউচে বসে আলিয়া-সোনমদের সুশান্তকে ‘হেয়’ করা-সবকিছু নিয়েই সরব হয়েছেন নেটিজেনরা। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কফি উইথ করণের একটি ক্লিপিংস-যেখানে করণের শো'তে হাজির হয়ে রাবতা কো-স্টার সুশান্তের ভূয়সী প্রশংসা করেছেন কৃতী শ্যানন। সমসাময়িক সব অভিনেতাদের মধ্যে প্রতিভার বিচারে সুশান্তকেই সবচেয়ে এগিয়ে রেখেছেন তিনি। এবার এই শোয়ের আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে টুইটারে। যেখানে সুশান্ত-কৃতীর অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বাঁকা প্রশ্ন করেছিলেন করণ জোহর। 

একটা সময় সুশান্তের সঙ্গে কৃতীর প্রেম সম্পর্কের খবর সংবাদ শিরোনামে থেকেছে। যদিও প্রকাশ্যে সেই সম্পর্কের কথা কোনওদিনই মেনে নেননি দুজনে। সম্পর্ক ভাঙাগড়ার ইতিহাস যাই হোক না কেন সুশান্তের সঙ্গে কৃতীর বন্ধুত্ব যে স্পেশ্যাল সেকথা অস্বীকার করার জায়গা নেই। তাই তো লুকা ছুপির প্রমোশনে শোতে হাজির কৃতী পাশে বসে থাকা কো-স্টার কার্তিক আরিয়ানকে উপেক্ষা করে বেছে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতকেই। ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণের প্রশ্ন ছিল- ‘কোন অভিনেতার সঙ্গে পর্দায় তোমায় সবচেযে ভালো মানায়?’ কৃতী জবাবে বলেছিলেন সুশান্ত-কার্তিক দুজনের সঙ্গেই ভালো মানায়, তবে রাবতা ছবিটি শুধুমাত্র আমাদের কেমিস্ট্রির জন্যই প্রশংসিত হয়েছিল। তাই বলব সুশান্ত'। এই জবাব শুনে করণ জোহর বলেন, ‘ও তাই তোমাদের রসায়ন ছিল, কিন্তু কোথায় ছিল?’ করণের এই বাঁকা প্রশ্ন কৃতীর পছন্দ হয়নি তা সাফ বলে দিচ্ছিল নায়িকার অভিব্যক্তি, তবে একবার নয় বেশ কয়েকবার সুশান্ত-কৃতীর কেমিস্ট্রি নিয়ে খোঁচা দিতে দেখা গেছে করণকে।

করণ কেমিস্ট্রি খুঁজে না পেলেও সোশ্যাল মিডিয়ায় সুশান্ত-কৃতীর একাধিক ভিডিয়ো শেয়ার করে অনুরাগীরা বুঝিয়ে দিয়েছেন তাঁদের রাবতা সত্যি স্পেশ্যাল ছিল।

গত বছর ফেব্রুয়ারিতে লুকা ছুপি কোস্টার কার্তিক আরিয়ানের সঙ্গে কফি উইথ করণের মঞ্চে পৌঁছেছিলেন কৃতী। এই অনুষ্ঠানেই অন্যদিকে প্রতিভার বিচারে সমসাময়িক অভিনেতাদের মধ্যে কৃতীকে সেরা পাঁচ সাজাতে বলেছিলেন করণ। কৃতীর তালিকায় সবার উপরে ছিল সুশান্তের নাম। তিনি বলেন, ‘সুশান্ত, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান,আয়ুষ্মান খুরানা, এবং টাইগার শ্রফ’।

প্রসঙ্গত ১৫ই জুন সুশান্তের শেষযাত্রাতেও শামিল হয়েছিলেন কৃতী। সম্প্রতি সুশান্তের বাবা কেকে সিং জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের মধ্যে সেদিন একমাত্র কৃতী শ্যাননই তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, 'আমি কিছু বলার অবস্থায় ছিলাম না, ও যা বলল শুনলাম। করোনার জন্য সবার মুখেই মাস্ক ছিল আমি চিনতেও পারিনি। কৃতী আমার পাশে অনেকক্ষণ বসেছিল'।

সুশান্তের মৃত্যুর দুদিন পর ইনস্টাগ্রামে বন্ধুকে স্মরণ করে একটা মন ছোঁয়া পোস্ট লেখেন কৃতী। তিনি বলেন, ' প্রিয় সুস… তোমার জীবনে একটা মুহূর্ত এসেছিল যখন তোমার মনে হয়েছিল বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। যদি তোমার সঙ্গে সেই সময় কেউ থাকত..সেই মুহূর্তটাতে, যদি তুমি সেই মানুষগুলোকে দূরে না ঢেলে দিতে যারা তোমায় ভালোবাসত..যদি আমি পারতাম তোমার ভিতর ভেঙে যাওয়া সেই জিনসটাকে জুড়ে দিতে…আমি পারিনি.. আমি অনেক কিছু চেয়েছিলাম…আমার হৃদয়ের একটা টুকরো তুমি নিয়ে গেলে, আর একটায় তুমি বেঁচে থাকবে..তোমার জন্য প্রার্থনা করা কোনওদিনও বন্ধ করিনি,কোনদিনও করব না…!

বায়োস্কোপ খবর

Latest News

‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.