ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত নামজাদা অনেককেই জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কোন ফ্যাশন আর দেখতে চান না তাঁরা? উত্তরগুলো তুলে দেওয়া হল পাঠকদের সামনে।
1/5মেহেক ওবেরয়, সেলিব্রিটি মেকআপ শিল্পী: অনেক হয়েছে! আগামী বছর আর কাট-ক্রিজ আই মেকআপ দেখতে চাই না। (ছবি: ইনস্টাগ্রাম)
2/5পুশকিন ভাসিন, সেলিব্রিটি কেশশিল্পী: বিরাট লম্বা খোঁপা আর মাথায় একগাদা জিনিস। মোটেই ভালো লাগে না। (ছবি: ইনস্টাগ্রাম)
3/5শ্রুতি সানচেতি, ডিজাইনার: নতুন প্রজন্ম আবার লো-ওয়েস্ট প্যান্ট পরতে শুরু করেছে। প্যারিস হিলটনের মতো সেলিব্রিটিরা এ সব ফিরিয়ে আনছেন। আগামী বছর যেন এ সব চোখে না পড়ে। দাও ফিরিয়ে সে হাই-ওয়েস্ট জিন্স। (ছবি: গেটি)
4/5প্রণয় জেটলি আর শৌনক আমোনকর, সেলিব্রিটি স্টাইলিস্ট: নিওন রং। অনেককে মানায়। কিন্তু সবাইকে মানায় না। এটা এত বেড়ে গিয়েছিল, চোখ ধাঁধিয়ে গিয়েছে। আর নয়। (ছবি: গেটি)
5/5হেমন্ত ত্রিবেদী, ডিজাইনার: যে পোশাকগুলোকে দেখলেই মনে হয়, আবর্জনা ফেলার জায়গা থেকে তুলে আনা। প্রচণ্ড ছেঁড়া জিন্স যেমন। এগুলো কি আগামী বছর পুরোপুরি ত্যাগ করতে পারি? (ছবি: আনস্প্ল্যাশ)