মারাত্মক রোগ বাসা বাঁধছে শরীরে। অথচ অনেকেই সেই রোগের উপসর্গ ঠিকমতো বুঝতে পারেন না। গায়ের দুর্গন্ধই কিন্তু সেই রোগের জানান দেয়।
1/5 গায়ে বিকট দুর্গন্ধের জেরে প্রায়ই নান অভিযোগ শুনতে হয় বাড়িতে। বাইরে বেরোতে গেলেও বেশ সতর্ক থাকেন। ভালো করে সুগন্ধি মাখেন। কিন্তু এই দুর্গন্ধের কারণ কিছু মারাত্মক রোগও হতে পারে।
2/5 লিভারের সমস্যা: গায়ে বিকট দুর্গন্ধের বড় কারণ হতে পারে লিভারের সমস্যা। লিভারে ফ্যাট জমলে এমন দুর্গন্ধের আশঙ্কা থাকে। আবার লিভারের কোনও বড় রোগ থেকেও হতে পারে দুর্গন্ধের সমস্যা।
3/5 কিডনির সমস্যা: কিডনির সমস্যা মূত্রনালিতে জ্বালা বা ব্যথা না হলে আমরা বুঝতে পারি না। গোপনে কিডনিতে বড় রোই বাসা বাঁধতে পারে। আর সে রোগের একটা বড় উপসর্গ গায়ের দুর্গন্ধ।
4/5 থাইরয়েডের অতিসক্রিয়তা: থাইরয়েড অতিসক্রিয় হলেও কিন্তু গায়ে দুর্গন্ধ হয়। থাইরয়েডের সমস্যা বেশ মাথাচাড়া না দিলে অনেকেই তা খেয়াল করেন না। অথচ গায়ের দুর্গন্ধ জানান দেয় এমন একটি বড় রোগের কথা।
5/5 ডায়াবিটিস: ডায়াবিটিসের সমস্যা থেকেও গায়ে দুর্গন্ধ হতে পারে। বিজ্ঞানীদের কথায়, ডায়াবিটিস দেখা দিলে তার হাত ধরে আরও নানা রোগ বাসা বাঁধে। ফলে শরীরে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা যথেষ্ট বেশি।