HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2023 in Berlin: কলকাতা থেকে এসেছে লালপেড়ে শাড়ি, পঞ্জাবি; বার্লিনের পুজোয় পুরোহিত জার্মানির

Durga Puja 2023 in Berlin: কলকাতা থেকে এসেছে লালপেড়ে শাড়ি, পঞ্জাবি; বার্লিনের পুজোয় পুরোহিত জার্মানির

বার্লিন সর্বজনীন দুর্গোৎসব এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল। বাংলা থেকে হাজার-হাজার কিলোমিটার দূরে সেই পুজো হলেও আবেগে-আয়োজনে কোনও খামতি নেই। একেবারে রীতি মেনে পুজো হবে। কুমারী পুজো, সন্ধিপুজো হবে। একেবারে পুজো স্পেশাল খাওয়া-দাওয়া চলবে।

বার্লিনের দুর্গাপুজো। (ছবি সৌজন্যে অরিজিৎ পাত্র)

পঞ্চমীর রাতে ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁইছুঁই (বার্লিনের স্থানীয় সময় অনুযায়ী)। বাইরে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো। তারইমধ্যে ভিতরে জোরকদমে চলছে বার্লিন সর্বজনীন দুর্গোৎসবের শেষমুহূর্তের প্রস্তুতি। অধিকাংশ মানুষ যে দিনভরের অফিস, কাজকর্মের পর এসেছেন; তা বোঝাই যাচ্ছে না। চোখেমুখে ক্লান্তির লেশমাত্র নেই। আর থাকবেই বা কীভাবে, আর কিছুক্ষণ পরে তো জার্মানির অন্যতম বড় শহর বার্লিনেও ‘মা আসছেন’।

গত তিন বছর ধরে আমাদের এখানেও দুর্গাপুজো হচ্ছে। বার্লিনের গণেশ মন্দিরে পুজোর আয়োজন করা হয়। কলকাতায় আমাদের পাড়ার পুজোয় যেমন প্রতি বছর একেবারে নতুন করে মণ্ডপ গড়ে তোলা হয়, বার্লিনে সেরকম করা সম্ভব হয় না। কিন্তু পুজো-পুজো ভাবটা চেটেপুটে নিতে নিয়ম মেনে আমরা ‘খুঁটিপুজো’ করি। এবার যেমন ১৬ জুলাই জমজমাটভাবে ‘খুঁটিপুজো’ হয়। তারপর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। অবশেষে পঞ্চমীতে আমরা মা দুর্গা ও তাঁর সন্তানদের আমরা ‘বাইরে’ আনা হয়েছে। আগামী পাঁচটা দিন মা আমাদের কাছে থাকবেন - নিজের ‘বাবার বাড়িতে’, সেই বাড়ি প্রবাসী বাঙালিদের বার্লিনে।

এখন মনে হতে পারে যে কেন মা দুর্গা ও তাঁর সন্তানদের আমরা ‘বাইরে’ নিয়ে এসেছি বললাম? কারণ এবার যে মূর্তিতে পুজো হবে, সেই মূর্তি ২০২১ সালে কলকাতার কুমোরটুলি থেকে আনা হয়েছিল। শিল্পী মিন্টু পালের তৈরি করা সেই মূর্তি জাহাজে চেপে এসেছিল বার্লিনে। পাঁচ বছর সেই মূর্তিতে পুজো হবে। তারপর ফের নতুন মূর্তি আসবে কলকাতা থেকে। তাই এখন প্রতিবার পুজোর শেষে কাঠের বাক্সে করে বিশেষ লকারে মায়ের প্রতিমা রেখে দেওয়া হয়। বার্লিনেই থাকে সেই লকার। প্রতিমা নিরঞ্জন হয় না। আবার পরেরবার পুজোর আগে লকার থেকে প্রতিমা বের করে আনা হয়। করা হয় পুজো।

আসছেন মা। (ছবি সৌজন্যে অরিজিৎ পাত্র)

তবে প্রতি বছরই দশকর্মার যাবতীয় সামগ্রী আনা হয় কলকাতা থেকে। পুজো কমিটির সঙ্গে যুক্ত কাকু-জেঠুরা কলকাতায় গিয়ে থেকে দশকর্মার সামগ্রী পার্সেল করে দেন। তা দিয়েই পুজো করা হয়। আর সেইসঙ্গে যেন চলে আসে কলকাতার আবেগও। পুজোর কয়েকটা দিন মনে হয় যে নিজের পাড়ার পুজোয় আছি। সেই পাড়ার পুজোর মতো মজা হয়। চলে দেদার আড্ডা, পেটপুজো। বার্লিনের প্রবাসী বাঙালিরাই পাড়ার বন্ধু-বান্ধব হয়ে ওঠেন।

শুধু বার্লিনই নয়, ফ্রাঙ্কফুট, ডুসেলডর্ফের মতো জার্মানির বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাঙালিরা আমাদের পুজো প্রাঙ্গণে আসেন। এমনকী নেদারল্যান্ডস থেকেও অনেকে বার্লিনের পুজোয় আসেন। সকলে মিলে পুজোর দিনগুলো উপভোগ করি। পুজোর সময় বাড়ি ফিরতে না পারার জন্য যে একটা মনখারাপ থাকে, সেটা কেটে যায়। আর যেটুকু মন খারাপ থাকে, সেটা পুজোর শুরুতে পুরোহিত মশাইয়ের মন্ত্র শুনলে কেটে যায়। যিনি জার্মানির শহর ডুসেলডর্ফ থেকে এসে পুজো করেন। তখন বার্লিনই আমার কাছে হয়ে ওঠে কলকাতা।

আর কলকাতার দুর্গাপুজোর সঙ্গে আমাদের দুর্গাপুজোর আরও একটি মিল আছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোয় যেমন পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষের দ্বার খোলা থাকে, তেমনই হয় আমাদের দুর্গাপুজোয়। প্রবাসী বাঙালিরা তো বটেই, প্রচুর প্রবাসী ভারতীয়ও পুজোয় আসেন। থাকেন বিদেশিরাও। এবার তো পুজোর মধ্যে জার্মান ভাষায় নাটক করবেন ভারতীয়রা। পুজোর পাঁচদিনই থাকছে বিভিন্নরকম সাংস্কৃতিক অনুষ্ঠান। ষষ্ঠীতে বিশেষ পুজোবার্ষিকীও প্রকাশ করা হবে।

পুজো স্পেশাল খাওয়া-দাওয়াও থাকবে। (ছবি সৌজন্যে অরিজিৎ পাত্র)

আর হ্যাঁ, অঞ্জলির জন্য কলকাতা থেকে লালপাড় সাদা শাড়ি, ধুতি-পঞ্জাবিও আনা হয়েছে। অষ্টমীর সকালে অনেকেই সেই আবেগের পোশাক পরবেন। দেবেন অঞ্জলি। আর সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি। রবিবার হওয়ায় এবারও ছুটি পেয়ে গিয়েছি অষ্টমীতে। আমার মনের ডাক যেন শুনেছেন মা।

(লেখক পরিচিতি: গত দেড় বছর কর্মসূত্রে বার্লিনে আছেন কলকাতার ছেলে অরিজিৎ পাত্র। পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারি। বার্লিনে এটা তাঁর দ্বিতীয় পুজো।)

টুকিটাকি খবর

Latest News

মহারাষ্ট্রের চন্দ্রপুরে ফের বাঘে খেল মানুষ,চলতি বছরে নবম ঘটনা স্বাতীকাণ্ডে মুখে কুলুপ কেজরিওয়ালের, পালটা বিজেপিকে আক্রমণ সঞ্জয় সিংয়ের পুরুলিয়ার ময়দানে নরেন্দ্র মোদীর সভায় আপত্তি জেলা প্রশাসনের, মাঠ বদল করল BJP ফুচকা, সিঙাড়া পরিবেশন করা হল হোয়াইট হাউসের অনুষ্ঠানে, বাজল সারে জাঁহা সে আচ্ছা ‘পুলিশকে স্টেটমেন্ট দিয়েছি, বিজেপিকে আবেদন রাজনীতি করবেন না’, মুখ খুললেন স্বাতী মুম্বইতে হোর্ডিং বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার মালিক, প্রাণ গিয়েছে ১৬জনের বৃষ্টির জেরে SRH-GT ম্যাচ ভাসলে,প্লে-অফ নিশ্চিত হবে কামিন্সদের,চাপ হবে CSK-RCB-র জামিনে মুক্তি পেয়েই বিধানসভায় হাজির জীবনকৃষ্ণ সাহা, যোগ দিলেন দুটি বৈঠকে কথা-AV'র টানটান রসায়নেই কেল্লাফতে! ‘সাহেবদাকে পেয়ে আমি লাকি’, বলেছেন সুস্মিতা 'মমতা বন্দ্যোপাধ্য়ায় তুমি কত টাকায় বিক্রি হও?' অভিজিতের কথা টেনে খেললেন দেবাংশু

Latest IPL News

নমস্কার,ধন্যবাদ, সুপ্রভাত- স্পষ্ট উচ্চারণে অনর্গল বাংলা বলে চলেছেন নারিন- ভিডিয়ো T20 বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দৃষ্টিহীন ও বধিররাও! ভারতে নেওয়া হল বিশেষ উদ্যোগ IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? অন্যদের কপাল পোড়াব! CSK-র সামনে সুযোগ আসার পরেই ভাইরাল প্রাক্তনী কারানের ভিডিয়ো কোহলি ভাইয়ার নেট সেশন দেখে পয়েন্ট করি- বিরাটের থেকে শেখেন কীভাবে,জানালেন পাতিদার দ্রাবিড়ের জায়গায় কি ভারতীয় দলের কোচ হবেন স্টিফেন ফ্লেমিং? কী বললেন CSK-র CEO? IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ