Hair Care Tips: চুল লম্বা কালো এবং ঘন চান? তাহলে সরষের তেলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে মাখলেই হবে। নিয়মগুলি এখনই জেনে নিন।
1/7ঘন কালো এক ঢাল চুল অনেকেরই ভালো লাগে। কিন্তু নানা কারণে চুল উঠে যেতে থাকে। আর আগের মতো ঘন চুল ফেরত পাওয়া যায় না। কিন্তু এই ঘন চুল ফিরিয়ে আনা সম্ভব। তার জন্য লাগবে সরষের তেল। আর দু’টি অতি পরিচিত জিনিস।
2/7অনেকেই জানেন সরষের তেল চুলের জন্য খুবই উপকারি। কিন্তু যাঁদের চুল পড়ার মারাত্মক সমস্যা আছে বা ইতিমধ্যেই চুল খুব পাতলা হয়ে গিয়েছে, তাঁদের শুধু সরষের তেলে উপকার নাও হতে পারে। তাঁরা কীভাবে ঘন চুল ফিরে পেতে পারেন?
3/7এজন্য আপনার লাগবে আরও দু’টি জিনিস। মেথি এবং রসুন। এই দু’টি জিনিস ব্যবহার করতে হবে সরষের তেলের সঙ্গে। কীভাবে ব্যবহার করবে? সেজন্যই মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।
4/7প্রথমেই জেনে নিন, মেথি কেন চুলের জন্য উপকারি। এতে রয়েছে প্রচুর আয়রন। এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তাতে চুল পড়া কমে।
5/7দ্বিতীয় হল রসুন। এতে আছে সালফার আর সেলেনিয়াম নামের উপাদান। এই দুই উপাদানই চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তাতে চুল ভালো থাকে। এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
6/7এবার প্রশ্ন হচ্ছে, কীভাবে সরষের তেলের সঙ্গে এই দু’টি মেশাবেন? রাতে কয়েকটি মেথির বীজ ভিজিয়ে রাখুন। সকালে তার সঙ্গে রসুনের একটি বা দু’টি কোয়া মিশিয়ে নিয়ে থেঁতো করে নিন। তার পরে এতে হালকা গরম সরষের তেল মেশান। থকথকে পেস্ট তৈরি করে নিন।
7/7এই পেস্ট মাথায় লাগান। আধ ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন করে এই পেস্ট ব্যবহার করুন। তাতে চুল ঘন কালো এবং লম্বা হবে।