বাংলা নিউজ > টুকিটাকি > Manna Dey's Birthday: রবিবার মান্না দের জন্মবার্ষিকী, শুনে নিন তাঁর জনপ্রিয় ১০টি হিন্দি এবং বাংলা গান

Manna Dey's Birthday: রবিবার মান্না দের জন্মবার্ষিকী, শুনে নিন তাঁর জনপ্রিয় ১০টি হিন্দি এবং বাংলা গান

মান্না দে। (ফাইল ছবি)

ভারতের অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দের জন্মদিন ১ মে। শুনে নিন শিল্পীর গাওয়া সেরা ১০টি হিন্দি এবং বাংলা গান। 

বাংলা সিনেমার তো বটেই, এক সময় গোটা দেশ মন্ত্রমুগ্ধথাকত তাঁর কণ্ঠে। আজও তার রেশ বিন্দুমাত্র কমেনি। ২০১৩ সালে প্রয়াত হয়েছেন প্রবোধ চন্দ্র দে। গানের দুনিয়া যাঁকে চেনে মান্না দে হিসাবে। ১ মে শিল্পীর জন্মবার্ষিকী।

এণন একটি দিনে সকাল সকাল তাঁকে আরও একবার স্মরণ করতেই হবে। রবিবারের সকালটি তাই হয়ে উঠুক মান্না-ময়।

রইল শিল্পীর গাওয়া অন্যতম হিট ১০টি হিন্দি এবং বাংলা গান।

হিন্দি গান:

১। জিন্দেগি কেইসি হ্যায় পহেলি। ছবি: আনন্দ। সুরকার: সলিল চৌধুরী

২। ইয়ে রাত ভিগি ভিগি। ছবি: চোরি চোরি। সুরকার: শঙ্কর জয়কিশান।

৩। এক চতুর নার বড়ি হোশিয়ার। ছবি: পড়োসান। সুরকার: আর ডি বর্মন।

৪। লাগা চুনরি মে দাগ। ছবি: দিল হি তো হ্যায়। সুরকার: রোশন এবং ওম সোনিক।

৫। অ্যায় মেরে পেয়ারে বতন। ছবি: কাবুলিওয়ালা। সুরকার: সলিল চৌধুরী

৬। পুছো না কেইসে ম্যানে র‌্যায়েন বিতায়ি। ছবি: মেরি সুরত তেরি আঁখে। সুরকার: এস ডি বর্মন।

৭। তু পেয়ার কা সাগর হ্যায়। ছবি: সীমা। সুরকার: শঙ্কর জয়কিশান।

৮। অ্যায় মেরি জোহরা জেবিঁ। ছবি: ওয়ক্ত। সুরকার: রবি।

৯। চুনরি সামহাল গোরি। ছবি: বাহারোঁ কে সপনে। সুরকার: আর ডি বর্মন।

১০। ইয়ে দোসতি হাম নেহি তোড়েঙ্গে। ছবি: শোলে। সুরকার: আর ডি বর্মন।

বাংলা গান:

১। বড় একা লাগে। ছবি: চৌরঙ্গি। সুরকার: অসীমা ভট্টাচার্য।

২। আমি যামিনী তুমি শশী হে। ছবি: অ্যান্টনি ফিরিঙ্গি। সুরকার: অনিল বাগচি।

৩। এমন বন্ধু আর কে আছে। ছবি: দীপ জ্বেলে যাই। সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়।

৪। তা বলে কি প্রেম দেবে না। ছবি: মৌচাক। সুরকার: নচিকেতা ঘোষ।

৫। যদি কাগজে লেখ নাম। অ্যালবাম: সুন্দরী গো। সুরকার: নচিকেতা ঘোষ।

৬। শাওন রাতে যদি। ছবি: দেবদাস। 

৭। কত দিন দেখিনি তোমায়। সুরকার: কমল দাশগুপ্ত।

৮। বাজে গো বিনা। ছবি: মর্জিনা আবদুল্লা। সুরকার: সলিল চৌধুরী।

৯। আমি যে জলসাঘরে। ছবি: অ্যান্টনি ফিরিঙ্গি। সুরকার: অনিল বাগচি।

১০। এই এতো আলো এতো আকাশ। ছবি: আলো আমার আলো। সুরকার: পবিত্র চট্টোপাধ্যায়।

নিঃসন্দেহে মান্না 

বন্ধ করুন