বাংলা নিউজ > টুকিটাকি > Relationship Tips: পুরুষরা কেন বয়সে বড় মহিলাদের প্রেমে পড়ে জানেন? কারণ জানলে অবাক হবেন

Relationship Tips: পুরুষরা কেন বয়সে বড় মহিলাদের প্রেমে পড়ে জানেন? কারণ জানলে অবাক হবেন

পুরুষরা কেন বয়সে বড় মহিলাদের প্রেমে পড়ে জানেন?

Relationship Tips: অনেক সময়ই পুরুষরা বয়সে বড় মহিলাদের প্রেমে পড়েন বা তাঁদের প্রতি আকৃষ্ট হন। এর নেপথ্যে কিন্তু আছে চমকে দেওয়ার মতো কারণ।

এজ, হাইট, ইত্যাদি প্রেমে কেবল কয়েকটা সংখ্যা মাত্র। আর বর্তমান সময় যেন সেটা প্রতি পদে পদে মনে করিয়ে দেয়। এখন যে কোনও বয়সেই প্রেমে পড়া যায়। কিন্তু সমাজের যেন অলিখিত একটা নিয়ম আছে, প্রেমিক বা স্বামীকে প্রেমিকা বা স্ত্রীর থেকে বয়সে বড় হতে হবে। কিন্তু ইদানীংকালে এই নিয়ম বারবার লঙ্ঘিত হয়েছে। আর সমাজ সেটা এখন মেনে নিতেও শিখেছে।

যুগ বদলানোর সঙ্গে মানসিকতার পরিবর্তন নজরে আসছে মানুষের মধ্যে। টলি থেকে বলি কিংবা হলিউডের একাধিক অভিনেতা তাঁদের থেকে বয়সে বড় কারও প্রেমে পড়েছেন। আবার অনেক সময় দেখা গিয়েছে কোনও অভিনেত্রী তাঁর থেকে বয়সে ছোট কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন

উদাহরণস্বরূপ, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস কিংবা মালাইকা আরোরা খান এবং অর্জুন কাপুর, সহ একাধিক নাম বলা যেতেই পারে। এছাড়া ক্রিকেট দুনিয়া কিংবা ফুটবলের জগতের একাধিক খেলোয়াড়ের নাম বলা যাবে এই ক্ষেত্রে। শুধু তারকারাই নন, সাধারণ মানুষের মধ্যেও এই প্রবণতা দেখা যায় আজকাল।

কিন্তু কেন পুরুষরা বয়সে বড় মহিলাদের প্রতি আকৃষ্ট হন বা তাঁদের প্রেমে পড়ে জানেন? গবেষকরা বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন। আসুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

১. বয়সে বড় মহিলাদের উপর সহজে তাঁরা ভরসা করতে পারে। বিশ্বাস এবং আস্থা রাখা যায়।

২. তাঁদের অভিজ্ঞতা বেশি জীবনের তাই।

৩. বয়সে বড় হলে স্বাভাবিক ভাবেই তাঁর মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আর এই আত্মবিশ্বাস বা ব্যক্তিত্ব পুরুষদের আকৃষ্ট করে।

৪. এছাড়াও বোঝাপড়া ভালো থাকে দুজনের মধ্যে। দুজনে দায়িত্ব ভাগ করে নেয়।

যদিও সম্পর্কে বয়স খুব একটা ম্যাটার করে না। আসল হল দুই পক্ষের চেষ্টায় সেই সম্পর্ককে বয়ে নিয়ে চলা এবং একটা দীর্ঘস্থায়ী সুস্থ সম্পর্কে থাকা।

বন্ধ করুন