স্থন ক্যানসার, সারভিক্যাল ক্যানসারের পাশাপাশি মহিলাদের মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে ওভারিয়ান ক্যান্সারের সমস্যা। এই মুহূর্তে ভারতের মহিলাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় এই ধরনের ক্যান্সার। কী কারণে ঘটে এই ক্যান্সার? এর প্রতিকার কী? জানুন।
ওভারিয়ান ক্যানসার কী?
ওভারিয়ান ক্যানসার হল ডিম্বাশয়ের ক্যান্সার, যা সাধারণত ডিম্বাশয়ে দেখা যায়। এই ক্যান্সারের লক্ষণ প্রাথমিকভাবে বোঝা যায় না বলে অনেকাংশে শেষ মুহূর্তে ধরা পড়ে এটি। নারী দেহের বিভিন্ন সমস্যার কারণে এই ক্যান্সার হতে পারে।
কেন হয় ওভারিয়ান ক্যানসার?
ডিম্বাশয়ের কোষগুলি যখন নিয়ন্ত্রণের বাইরে বাড়তে শুরু করে তখনই হয় ওভারিয়ান ক্যান্সার। ডিম্বাশয়ের কোষগুলি দ্রুত বৃদ্ধি পেলে স্বাস্থ্যকর টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যান্সারের উৎপত্তি ঘটে।
(আরো পড়ুন: গরমে দই খেলে কী হয়? এই ৫টি পয়েন্ট সব সময়ে মনে রাখুন)
কোন কোন কারণে হয় ওভারিয়ান ক্যানসার?
সাধারণত স্থূলতা, গর্ভবতী না হওয়া, ঋতুস্রাব না হওয়া, দেরিতে মেনোপজ, পলিসিস্ট ওভারি সিনড্রোম, এনডোমেট্রিওসিস থাকলে অথবা পরিবারে কারোর ওভারিয়ান ক্যান্সারের প্রবণতা থাকলে এই ক্যান্সার হতে পারে।
ওভারিয়ান ক্যানসারের লক্ষণ
ওভারিয়ান ক্যানসার হলে ঘনঘন প্রস্রাব পাওয়া, প্রস্রাব আটকে রাখতে না পারা, পেটের কিছু অংশ ফুলে ওঠা, খেতে সমস্যা হওয়া অথবা অল্প খেলেই পেট ভরে যাওয়া, তলপেটে টিউমারের উৎপত্তি, হজমের সমস্যার জন্য পেটে ফোলা ভাব, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি হয়ে যাওয়া বা হ্রাস হওয়া।
(আরো পড়ুন:সঙ্গীর সঙ্গে রোজ অশান্তি! এই ৬ ভুলে সম্পর্ক ভাঙার আগে এখনই সতর্ক হন)
ডিম্বাশয় ক্যানসারকে কেন বলে নীরব ঘাতক?
ডিম্বাশয় ক্যানসারকে প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হয় না। এই ক্যান্সারের লক্ষণগুলি প্রাথমিক পর্যায়ে কোনও সমস্যা তৈরি করে না তাই প্রাথমিকভাবে বোঝা যায় না ডিম্বাশয় ক্যান্সারের উপস্থিতি। একটি পর্যায়ে পৌঁছানোর পর তবেই এই ক্যান্সারকে নির্ণয় করা সম্ভব হয় তাই একে বলা হয় নীরব ঘাতক।
কোন বয়সে হতে পারে ওভারিয়ান ক্যানসার?
যে কোনও প্রাপ্তবয়স্ক নারীদের এই ক্যানসার হতে পারে। তবে সাধারণত ৫০ বছর উর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে এই ক্যান্সারের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। প্রতিবছর প্রায় ২৫ হাজারের বেশি কেস উঠে আসে ওভারিয়ান ক্যান্সারের, যার ফলে বোঝা যায় প্রতি বছর ওভারিয়ান ক্যান্সারের প্রবণতা কতটা বৃদ্ধি পাচ্ছে মহিলাদের মধ্যে।s