বাংলা নিউজ > ঘরে বাইরে > 'সন্ত্রাসে মদতকারীদের দোষী সাব্যস্ত করা উচিত', নাম না করে পাকিস্তানকে তোপ মোদীর, পাশে দাঁড়াল রাশিয়া

'সন্ত্রাসে মদতকারীদের দোষী সাব্যস্ত করা উচিত', নাম না করে পাকিস্তানকে তোপ মোদীর, পাশে দাঁড়াল রাশিয়া

ব্রিকসের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্য এএনআই)

পুতিন জানান, কয়েকটি দেশ হল ‘পরিবারের কুলাঙ্গারের’ মতো।

সন্ত্রাসবাদে মদতের জন্য নাম না করে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট জানালেন, যে দেশগুলি সন্ত্রাসবাদীদের সাহায্য করে, তাদের দোষী হিসেবে বিবেচনা করতে হবে। চিনের সামনেই তাতে সায় দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার ব্রিকসের ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণ করেন মোদী। পাঁচ দেশের সেই সংগঠনে সন্ত্রাসবাদ-বিরোধী নয়া কৌশল গ্রহণের মুখে তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বে সবথেকে বড় সমস্যা হল সন্ত্রাসবাদ। যে দেশগুলি জঙ্গিদের সাহায্য এবং সমর্থন করে, তাদের দোষী সাব্যস্ত করার প্রয়োজনীয়তা আছে।' নাম না করলেও মোদীর নিশানায় যে পাকিস্তান ছিল, সে বিষয়ে একমত কূটনীতিবিদরা। একইসঙ্গে ‘বন্ধু’ পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য মোদী চিনকেও তোপ দেগেছেন বলে মত বিশেষজ্ঞদের।

একইসঙ্গে সন্ত্রাসবাদ-বিরোধী নয়া কৌশলকে ব্রিকসের ‘দুর্দান্ত কৃতিত্ব’ হিসেবে চিহ্নিত করেন মোদী। যা মঙ্গলবারে বৈঠকে গৃহীত হওয়ার কথা আছে। তার ফলে সন্ত্রাস দমনে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবে ব্রিকসের পাঁচ সদস্য দেশ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা)। একত্রিতভাবে রাষ্ট্রসংঘ-সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চের বিভিন্ন কৌশলও রূপায়ণ করতে পারবে ওই পাঁচ দেশ। মোদী আশ্বাস দেন, আগামী বছর ব্রিকসের সভাপতি হিসেবে সন্ত্রাসবিরোধী কাজকে এগিয়ে নিয়ে যাবে নয়াদিল্লি। 

সেই প্রসঙ্গে মোদীর মন্তব্যের সমর্থন করেন পুতিন। তিনি জানান, কয়েকটি দেশ হল ‘পরিবারের কুলাঙ্গারের’ মতো। সন্ত্রাসবাদের মতো সমস্যার সমাধানের ক্ষেত্রে বিশ্বের কোনও দেশ ন্যূনতম আত্মতুষ্টি দেখাতে পারবে না বলে জানান পুতিন। পাশাপাশি তিনি জানান, করোনাভাইরাস মহামারী মোকাবিলার ক্ষেত্রেও বিশ্বের সব দেশকে একইরকম উদ্যোগ নিতে হবে।

মোদীর মতে, করোনা-পরবর্তী পরিস্থিতিতে বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ব্রিকসের দেশগুলি। যে পাঁচ দেশে বিশ্বের ৪২ শতাংশ মানুষ বাস করেন। তিনি জানান, করোনা-পরবর্তী অর্থনীতির ক্ষেত্রে দিশারী হতে পারে ‘আত্মনির্ভর ভারত অভিযান’। যা ভারতকে আত্মনির্ভর করে তোলার পাশাপাশি বিশ্বের অর্থনীতিতেও বড়সড় প্রভাব ফেলবে বলে দাবি করেন মোদী।

বন্ধ করুন