বাংলা নিউজ > ঘরে বাইরে > Andhra Pradesh Road accident: সবরিমালা থেকে ফেরার পথে দুর্ঘটনায় ৪ আয়াপ্পাস্বামীর ভক্তের মৃত্যু, আহত ১৫

Andhra Pradesh Road accident: সবরিমালা থেকে ফেরার পথে দুর্ঘটনায় ৪ আয়াপ্পাস্বামীর ভক্তের মৃত্যু, আহত ১৫

দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে. (Representative image) (HT_PRINT)

সোমবার ভোররাতের এই দুর্ঘটনা ঘিরে বাপাতলায় মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকার ভেমুরু মণ্ডলের কাছে জামপানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। ভেমুরু পুলিশ স্টেশনের তরফে জানানো হয়েছে,'সব মিলিয়ে সেখানে ২৩ জন তীর্থযাত্রী ছিলেন। তারা তেনালিতে নেমেই মিনি ট্রাকে চড়ে নিজেদের গ্রামে পৌঁছতে যান।'

কেরলের সবরিমালা থেকে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। আয়াপ্পাস্বামীর ওই ৪ ভক্তের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে ১৫ জন আহত হয়েছেন ঘটনায়। জানা গিয়েছে, একটি মিনি ট্রাক থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে যায়। অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলায় এই ঘটনা ঘটে যায়।

সোমবার ভোররাতের এই দুর্ঘটনা ঘিরে বাপাতলায় মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকার ভেমুরু মণ্ডলের কাছে জামপানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। ভেমুরু পুলিশ স্টেশনের তরফে জানানো হয়েছে,'সব মিলিয়ে সেখানে ২৩ জন তীর্থযাত্রী ছিলেন। তারা তেনালিতে নেমেই মিনি ট্রাকে চড়ে নিজেদের গ্রামে পৌঁছতে যান।' সেই টাটা এস মিনি ট্রাকে চড়েই দুর্ঘটনার কবলে পড়ে যান ওই ভক্তরা। মৃতরা হলেন, ৫৫ বছর বয়সী পশম রমেশ, ৪০ বছর বয়সী বি পানদুরাঙ্গা রাও, ২৫ বছর বয়সী বি পবন কুমার, ৪২ বছর বয়সী বোদিনা রমেশ। পুলিশ মৃতদের সকলকেই চিহ্নিত করেছে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার নিলাপুড়ি জেলার বাসিন্দা। জানা গিয়েছে, সকালের দিকে ঘন কুয়াশার জন্য গাড়ির চালক ঝাপসা দেখছিলেন রাস্তা। আর তার জেরেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুজরাটে বিজেপির পদ্ম-তুফানের আভাস এক্সিট পোলে! কী বলছে গেরুয়া শিবির?

তেনালিতে সরকারি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুব দ্রুত গতিতে ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন বলেই এই ঘটনা ঘটে গিয়েছে। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়ে যায়। ভেমুরু পুলিশ স্টেশনের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই মতো তদন্তে নেমেছে পুলিশ।

বন্ধ করুন