বাংলা নিউজ > ঘরে বাইরে > সেন্ট্রাল ভিস্তা অ্য়াভিনিউর দামী পাথরে পানের পিক, পরিষ্কার রাখাটাই বড় চ্যালেঞ্জ

সেন্ট্রাল ভিস্তা অ্য়াভিনিউর দামী পাথরে পানের পিক, পরিষ্কার রাখাটাই বড় চ্যালেঞ্জ

সেন্ট্রাল ভিস্তা অ্য়াভিনিউ পরিষ্কার রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। (ANI Photo) (Amlan Paliwal)

সব মিলিয়ে ৬টি পার্কিং এরিয়া রয়েছে। কিন্তু চারটি বর্তমানে সচল। সেখানে হাজারের বেশি গাড়ি ও ৪০টি বাস রাখা যায়। কিন্তু ভিড়ের সময় সেসব সামলানো যথেষ্ট সমস্যার। আপাতত নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে ওই পার্কিং লটের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাস খানেক আগেই সেন্ট্রাল ভিস্তা অ্য়াভিনিউয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই অ্য়াভিনিউকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখাটাই এখন বড় চ্য়ালেঞ্জ। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এই প্রকল্পের নোডাল এজেন্সি।প্রায় ৩৫০জন এই এলাকাকে পরিষ্কারের জন্য় মোতায়েন করা হয়েছে।

তবে সবথেকে বড় সমস্য়া এই রাস্তার পাশের দেওয়াল থেকে পানের পিক পরিষ্কার করা। সাফাইকর্মীদের দাবি, যেখানে সেখানে লোকজন থুতু ফেলছেন। বললেও শুনছেন না। এসব পরিষ্কার করাটাই এখন বড় সমস্যার।

এই সাফাইকর্মীদের টিমের সুপারভাইজার জানিয়েছেন, সমস্ত আন্ডারপাস আর ফুটপাতে পিক ফেলছে। দেওয়ালে কোটা পাথর আর ফুটপাতে গ্রানাইট ব্যবহার করা হয়েছে। সেখান থেকে এই দাগ তোলা অত্যন্ত কষ্টের। বিশেষ ধরনের মেশিন ও কেমিক্যাল ব্যবহার করে এসব তোলা হচ্ছে।

এক আধিকারিকের মতে, প্রায় ১০০,০০০ মানুষ উইকএন্ডে এখানে আসেন।সেক্ষেত্রে এলাকা পরিষ্কার রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে সব মিলিয়ে ৬টি পার্কিং এরিয়া রয়েছে। কিন্তু চারটি বর্তমানে সচল। সেখানে হাজারের বেশি গাড়ি ও ৪০টি বাস রাখা যায়। কিন্তু ভিড়ের সময় সেসব সামলানো যথেষ্ট সমস্যার। আপাতত নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে ওই পার্কিং লটের দায়িত্ব দেওয়া হয়েছে।

এক পুলিশ আধিকারিকের মতে, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। ছুটির দিনগুলোতে গাড়ির সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে,C-Hexagon এলাকায় প্রচন্ড জ্যাম হচ্ছে। এদিকে ইন্ডিয়া গেটের কাছ থেকে সুরক্ষার জন্য় ব্যারিকেডও সরানো যাচ্ছে না।

এদিকে হকাররাও এখানে বসার চেষ্টা করছেন। সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে তারা যাতে বসতে পারেন সেজন্য় দাবি জানিয়েছে ন্য়াশানাল স্ট্রিট ভেন্ডর অ্য়াসোসিয়েশন।

 

পরবর্তী খবর

Latest News

চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী দেবের সঙ্গে তাঁর ঝগড়ায় সেতুবন্ধনের কাজ কে করে? খোলসা করলেন রুক্মিণী পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই ১২ বছরেও MBBS-এ পাশ করতে পারেনি, তার ‘চিকিৎসায়’ মারা গেল রোগী সপ্তমীর সকালেই বুধের প্রবেশ শুক্রের ঘরে, ৭ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে এক আকাশের নিচের সময়ও অভিনেত্রীদের হেনস্থা করতেন অরিন্দম! দাবি স্বস্তিকার পুজোর আগে রোজভ্যালির কয়েক কোটি টাকা ফেরত, কত করে পেলেন আমানতকারীরা? আমরা একটা পরিবার; ‘মিনি ডার্বির’ আগে বার্তা মহামেডানের মেসির দেশের ফরওয়ার্ডের 'CTRL'-এর স্ক্রিনিংয়ে অনন্যার প্রিয়বন্ধু সুহানার চমক! পাশে দাদা আরিয়ান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.